অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন লায়ন খোরশেদ আলম
সাভারের ইমান্দিপুর এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেন তিনি। পরিদর্শনকালে লায়ন খোরশেদ আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুর্যোগপূর্ণ সময়ে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। লায়ন খোরশেদ আলম বলেন, এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই এক মুহূর্তে সর্বস্ব হারিয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঢাকা-১৯ এ বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সরাসরি নির্দেশনায় আমরা এখানে সহায়তা নিয়ে এসেছি। ভবিষ্যতেও বিএনপি পরিবার অসহায় ও বিপদ্গ্রস্ত মানুষের পাশে থাকবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাভার পৌর কৃষকদলের সভাপতি আব্দুল মান্নান, সাভার
সাভারের ইমান্দিপুর এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।
শুক্রবার (১২ ডিসেম্বর) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেন তিনি।
পরিদর্শনকালে লায়ন খোরশেদ আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুর্যোগপূর্ণ সময়ে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
লায়ন খোরশেদ আলম বলেন, এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই এক মুহূর্তে সর্বস্ব হারিয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঢাকা-১৯ এ বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সরাসরি নির্দেশনায় আমরা এখানে সহায়তা নিয়ে এসেছি। ভবিষ্যতেও বিএনপি পরিবার অসহায় ও বিপদ্গ্রস্ত মানুষের পাশে থাকবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাভার পৌর কৃষকদলের সভাপতি আব্দুল মান্নান, সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈম, সাভার পৌর কৃষকদলের ধর্মবিষয়ক সহসম্পাদক শাহিনুর ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, তাদের প্রয়োজনের কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।
গত ১১ ডিসেম্বর গভীর রাতে ইমান্দিপুর এলাকায় তুহিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে মোট ১১টি বসতঘর ও ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ঘরবাড়ি ও দোকানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
What's Your Reaction?