অটোরিকশায় যাত্রী বেশে ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে গেল ছিনতাইকারী

রাত সাড়ে ১০টা। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট আনিছুল ইসলাম দোকান বন্ধ করে গাড়ির অপেক্ষায় চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে ছিল। ভিড়ের কারণে ওঠা হয়নি যাত্রীবাহী সিটি বাসে। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকের পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম। যাত্রীরা যে ছিনতাইকারী তা জানা হলো ১০ লাখ টাকা ছিনতাইয়ের পর। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী আনিছুল ইসলাম বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রী বেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশাটি নিয়ে চলে যা

অটোরিকশায় যাত্রী বেশে ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে গেল ছিনতাইকারী

রাত সাড়ে ১০টা। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট আনিছুল ইসলাম দোকান বন্ধ করে গাড়ির অপেক্ষায় চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে ছিল। ভিড়ের কারণে ওঠা হয়নি যাত্রীবাহী সিটি বাসে। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে।

অটোরিকশার পেছনে দুজন এবং চালকের পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম। যাত্রীরা যে ছিনতাইকারী তা জানা হলো ১০ লাখ টাকা ছিনতাইয়ের পর।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী আনিছুল ইসলাম বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রী বেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশাটি নিয়ে চলে যান।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির কালবেলাকে বলেন, এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি আমরা যাচাইবাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow