অত্যাচারের চূড়ান্ত পরিণতি পরকালে

আল্লাহতায়ালা বলেন, ‘অতঃপর যখন তাদের আল্লাহ বাঁচিয়ে দিলেন, তখনই তারা পৃথিবীতে অনাচার করতে লাগল অন্যায়ভাবে। হে মানুষ! শোনো, তোমাদের অনাচার তোমাদেরই ওপরই এসে পড়বে। পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও। অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি বাতলে দেব, যা কিছু তোমরা করতে।’ (সুরা ইউনুস: ২৩) শিক্ষা ১. মানুষ পাপ করলে সংশোধনের জন্য আল্লাহতায়ালা কিছু সময় ও সুযোগ দেন। পাপের পর সতর্কতা হিসেবে কিছু বিষয় আবর্তিত করে বাঁচিয়ে রাখেন। যেন তওবা করে নতুন জীবন শুরু করতে পারে। ২. তবে যখনই বিপদের ঘোর কেটে যায় তখন অধিকাংশ মানুষ পুনরায় নানা পাপে জড়িয়ে যায়। ভুলে যায় তওবা ও অনুশোচনার কথা। অনেক সময় পূর্বের চেয়েও বেশি অন্যায় ও অনাচার শুরু করে মানুষ। ৩. মানুষের ছোট-বড় সব পাপই লিপিবদ্ধ করা হয়। কোনো পাপের পরিণামই শুভ হয় না। প্রত্যেককেই আপন আপন পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। ৪. পৃথিবীতে পাপের কারণে চূড়ান্ত আজাব আল্লাহ দেবেন না ঠিক। কিন্তু পরকালে কঠিন ও নির্মম শাস্তির সম্মুখীন হতে হবে। ৫. আল্লাহ এ আয়াতে হুঁশিয়ারি উচ্চারণ করে সে কথাই বলছেন—পার্থিব জীবনের সুফল বেশি দিন ভোগ করা যাবে না। এ জীবন শেষ হলেই আল্লাহর দরবা

আল্লাহতায়ালা বলেন, ‘অতঃপর যখন তাদের আল্লাহ বাঁচিয়ে দিলেন, তখনই তারা পৃথিবীতে অনাচার করতে লাগল অন্যায়ভাবে। হে মানুষ! শোনো, তোমাদের অনাচার তোমাদেরই ওপরই এসে পড়বে। পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও। অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি বাতলে দেব, যা কিছু তোমরা করতে।’ (সুরা ইউনুস: ২৩)

শিক্ষা

১. মানুষ পাপ করলে সংশোধনের জন্য আল্লাহতায়ালা কিছু সময় ও সুযোগ দেন। পাপের পর সতর্কতা হিসেবে কিছু বিষয় আবর্তিত করে বাঁচিয়ে রাখেন। যেন তওবা করে নতুন জীবন শুরু করতে পারে।

২. তবে যখনই বিপদের ঘোর কেটে যায় তখন অধিকাংশ মানুষ পুনরায় নানা পাপে জড়িয়ে যায়। ভুলে যায় তওবা ও অনুশোচনার কথা। অনেক সময় পূর্বের চেয়েও বেশি অন্যায় ও অনাচার শুরু করে মানুষ।

৩. মানুষের ছোট-বড় সব পাপই লিপিবদ্ধ করা হয়। কোনো পাপের পরিণামই শুভ হয় না। প্রত্যেককেই আপন আপন পাপের প্রায়শ্চিত্ত করতে হয়।

৪. পৃথিবীতে পাপের কারণে চূড়ান্ত আজাব আল্লাহ দেবেন না ঠিক। কিন্তু পরকালে কঠিন ও নির্মম শাস্তির সম্মুখীন হতে হবে।

৫. আল্লাহ এ আয়াতে হুঁশিয়ারি উচ্চারণ করে সে কথাই বলছেন—পার্থিব জীবনের সুফল বেশি দিন ভোগ করা যাবে না। এ জীবন শেষ হলেই আল্লাহর দরবারে হাজির হতে হবে। তখন আল্লাহ সব কৃতকর্ম সম্পর্কে বলে দেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow