অন্ধকারের আলো
তোমার নিশ্বাসের গন্ধে, গুনি রাতের তারা,
পাহাড়ের ওপার থেকে বাজে অনন্তের বাঁশি—
স্বর্গ এখানেই, যখন তুমি আছ, আমি আত্মহারা!
মিথ্যে এই ছুঁতে চাওয়া, মিথ্যে পাওয়া। অথচ—
তুমি এলে সব রং পাল্টায়, পূর্ণ হৃদমাঝার,
স্বর্গ তখন হাতের নখে, বুকে আঁচড় কাটা,
কাছের গন্ধ, দূরের ব্যথা—সব একাকার!
তোমার নিশ্বাসের গন্ধে, গুনি রাতের তারা,
পাহাড়ের ওপার থেকে বাজে অনন্তের বাঁশি—
স্বর্গ এখানেই, যখন তুমি আছ, আমি আত্মহারা!
মিথ্যে এই ছুঁতে চাওয়া, মিথ্যে পাওয়া। অথচ—
তুমি এলে সব রং পাল্টায়, পূর্ণ হৃদমাঝার,
স্বর্গ তখন হাতের নখে, বুকে আঁচড় কাটা,
কাছের গন্ধ, দূরের ব্যথা—সব একাকার!