অপসাংবাদিকতা রোধে ময়মনসিংহে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা
ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে "গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সার্কিট হাউসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর।প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমেই সমাজ, দেশ ও দেশের বাইরের মানুষ সঠিক তথ্য পেয়ে থাকে। তাই মানসম্মত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অব
ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে "গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সার্কিট হাউসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমেই সমাজ, দেশ ও দেশের বাইরের মানুষ সঠিক তথ্য পেয়ে থাকে। তাই মানসম্মত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে গণমাধ্যমকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের সকল সাধারণ ও উপনির্বাচনে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে দৃঢ় প্রত্যয় ও নৈতিকতা নিয়ে কাজ করতে হয়। একটি সংবাদ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই আসন্ন নির্বাচনে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীরা আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মোঃ শহিদুল ইসলামসহ ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
What's Your Reaction?