অবশেষে মুখ খুললেন তাহসান

গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে সংসার শুরু করলেও এক বছর পূর্ণ হওয়ার আগেই সম্পর্কের ইতি টানার খবর জানালেন তিনি।  সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে তাহসান খান বলেন, যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। কয়েক মাস ধরেই আলাদা থাকছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা দেওয়া হবে।  জানা গেছে, গত জুলাইয়ের শেষ দিক থেকেই আলাদা থাকছেন রোজা আহমেদ ও তাহসান খান। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ নিয়ে চলছে নানা আলোচনা। অনেকেই জানতে চাইছেন- তাহসানের দ্বিতীয় বিয়েটিও কেন টিকল না। এ প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, খবর ও ফোনকলের চাপে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। নিজেকে আড়াল করার চেষ্টা করেও সফল হচ্ছেন না বলে জানান তিনি। এসব পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি চান এই গায়ক। তাহসানের ভাষ্য, অনেক সংবাদ হচ্ছে, অনেক ফোন আসছে- তিনি এখন একটু শান্তি চান। উল্লেখ্য, সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান

অবশেষে মুখ খুললেন তাহসান

গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে সংসার শুরু করলেও এক বছর পূর্ণ হওয়ার আগেই সম্পর্কের ইতি টানার খবর জানালেন তিনি। 

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে তাহসান খান বলেন, যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। কয়েক মাস ধরেই আলাদা থাকছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা দেওয়া হবে। 

জানা গেছে, গত জুলাইয়ের শেষ দিক থেকেই আলাদা থাকছেন রোজা আহমেদ ও তাহসান খান। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ নিয়ে চলছে নানা আলোচনা। অনেকেই জানতে চাইছেন- তাহসানের দ্বিতীয় বিয়েটিও কেন টিকল না।

এ প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, খবর ও ফোনকলের চাপে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। নিজেকে আড়াল করার চেষ্টা করেও সফল হচ্ছেন না বলে জানান তিনি। এসব পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি চান এই গায়ক। তাহসানের ভাষ্য, অনেক সংবাদ হচ্ছে, অনেক ফোন আসছে- তিনি এখন একটু শান্তি চান।

উল্লেখ্য, সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তাহসান খান। সংগীত ও অভিনয়- দুই মাধ্যমেই তিনি সমানভাবে সফল। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আইরা তাহরিম খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে মিথিলা ও তাহসানের বিচ্ছেদ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow