অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের (অব.) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদ (অব.) দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছেন। তদন্তকার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং আসামির মালিকানাধীন অন্য কোন সম্পদ রয়েছে কি না, তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসামির নামীয় আয়কর নথি ২০১০-২০১১ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক। আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের (অব.) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদ (অব.) দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছেন। তদন্তকার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং আসামির মালিকানাধীন অন্য কোন সম্পদ রয়েছে কি না, তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসামির নামীয় আয়কর নথি ২০১০-২০১১ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক। আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।
What's Your Reaction?