অভিনয়ে মেঘনা আলম
হঠাৎ করেই মিস আর্থ খ্যাত মেঘনা আলম অভিনয়ে জগতে পদার্পণ করলেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। নাটকের গল্পে একটি বিশেষ মিশন নিয়ে পর্দায় হাজির হচ্ছেন মেঘনা আলম। মিশন শেষ হলেই তার চরিত্রটি গল্প থেকে বিদায় নেবে। প্রথম দৃশ্যেই অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে তার পর্দা উপস্থিতি, যা তৈরি করেছে মজার ও কৌতূহলোদ্দীপক মুহূর্ত। দর্শকরা তাকে দেখতে পাবেন নাটকের ২৭তম পর্বে, যা প্রচার হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে। নাটকে অভিনয় নিয়ে মেঘনা আলম বলেন, “মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে আমার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। তখন আমি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল—একদিন মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।” তিনি আরও জানান, ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখায় নির্মিত ‘মহল্লা’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনে তার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা ছিল দারুণ উপভোগ্য। মেঘনা আলমের ভাষায়, তাকে ঘিরে তৈরি হওয়া মিডিয়া হা
হঠাৎ করেই মিস আর্থ খ্যাত মেঘনা আলম অভিনয়ে জগতে পদার্পণ করলেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।
নাটকের গল্পে একটি বিশেষ মিশন নিয়ে পর্দায় হাজির হচ্ছেন মেঘনা আলম। মিশন শেষ হলেই তার চরিত্রটি গল্প থেকে বিদায় নেবে। প্রথম দৃশ্যেই অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে তার পর্দা উপস্থিতি, যা তৈরি করেছে মজার ও কৌতূহলোদ্দীপক মুহূর্ত। দর্শকরা তাকে দেখতে পাবেন নাটকের ২৭তম পর্বে, যা প্রচার হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।
নাটকে অভিনয় নিয়ে মেঘনা আলম বলেন, “মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে আমার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। তখন আমি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল—একদিন মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।”
তিনি আরও জানান, ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখায় নির্মিত ‘মহল্লা’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনে তার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা ছিল দারুণ উপভোগ্য।
মেঘনা আলমের ভাষায়, তাকে ঘিরে তৈরি হওয়া মিডিয়া হাইপ ও জনপ্রিয়তার কারণে অনেকের কাছেই তিনি আগেই অভিনেত্রী হিসেবে পরিচিত হয়ে ওঠেন, এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে তার নাম উঠে আসে। “এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সংশোধন করতে হবে না। আমি সত্যিই একজন অভিনেত্রী—হা হা,” বলেন তিনি।
তিনি জানান, বৈশাখী টিভির জনপ্রিয় সিরিয়াল ‘মহল্লা’তে অভিনয়ের প্রস্তাব পেয়ে এবং ফরিদুল হাসানের মুখে স্ক্রিপ্ট শুনে তার আগ্রহ আরও বেড়ে যায়। চরিত্রটি যেন তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা ভুয়া প্রোপাগান্ডার সঙ্গেই মিলে যায়, এই মজার মিল থেকেই কাজটিতে রাজি হন তিনি।
What's Your Reaction?