অসহায়দের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই রায়হান

ফরিদপুরের চরভদ্রাসনে অসহায় অন্তঃসত্ত্বা নারীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করেছেন মুফতি রায়হান জামিল।  এলাকাবাসীর সুবিধার্থে এমকে ডাঙ্গী মাদ্রাসা ও ম্যাজিস্ট্রেট বাড়ি মসজিদের সামনে দেওয়ালে লেখার মাধ্যমে উদ্যোগের বিষয়টি জানানো হয়েছে। ঘোষণায় বলা হয়, ডেলিভারিজনিত জরুরি পরিস্থিতিতে যেসব গরিব অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে যেতে সমস্যায় পড়েন, তাদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে গাড়ির ব্যবস্থা থাকবে। আপাতত একটিমাত্র গাড়ি দিয়ে সেবা শুরু হয়েছে। জরুরি যোগাযোগের জন্য চালকের নম্বর ০১৭৩২–৭৮৪০২৫ প্রকাশ করা হয়েছে।  চরভদ্রাসন উপজেলার হাসপাতাল ছাড়াও প্রয়োজনে রোগীকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও থাকবে। মুফতি রায়হান জামিল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে দরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত অর্থায়নে এই সেবার ব্যবস্থা। ভবিষ্যতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি গ্রামে এ সেবা চালুর পরিকল্পনাও রয়েছে। যতদিন সামর্থ্য থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ, ৩০ নভেম্বর ১

অসহায়দের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই রায়হান

ফরিদপুরের চরভদ্রাসনে অসহায় অন্তঃসত্ত্বা নারীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করেছেন মুফতি রায়হান জামিল। 

এলাকাবাসীর সুবিধার্থে এমকে ডাঙ্গী মাদ্রাসা ও ম্যাজিস্ট্রেট বাড়ি মসজিদের সামনে দেওয়ালে লেখার মাধ্যমে উদ্যোগের বিষয়টি জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, ডেলিভারিজনিত জরুরি পরিস্থিতিতে যেসব গরিব অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে যেতে সমস্যায় পড়েন, তাদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে গাড়ির ব্যবস্থা থাকবে। আপাতত একটিমাত্র গাড়ি দিয়ে সেবা শুরু হয়েছে। জরুরি যোগাযোগের জন্য চালকের নম্বর ০১৭৩২–৭৮৪০২৫ প্রকাশ করা হয়েছে। 

চরভদ্রাসন উপজেলার হাসপাতাল ছাড়াও প্রয়োজনে রোগীকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও থাকবে।

মুফতি রায়হান জামিল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে দরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত অর্থায়নে এই সেবার ব্যবস্থা। ভবিষ্যতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি গ্রামে এ সেবা চালুর পরিকল্পনাও রয়েছে। যতদিন সামর্থ্য থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ, ৩০ নভেম্বর ১ টাকা দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণ করে আলোচনায় আসেন রায়হান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow