অসাধু আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএএসএর

4 days ago 10
বিভিন্ন অপকর্মে জড়িত সব শ্রেণি-পেশার আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। শনিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে প্রশাসনকে ব্যাপকভাবে দলীয় রাজনীতিকরণসহ নানা অপকর্মে জড়িত ছিলেন অনেক সরকারি আমলা। তারা সার্বিক আমলাতন্ত্রের পেশাদারিত্ব ভুলে গিয়ে তৎকালীন রাজনীতিবিদদের সঙ্গে একাত্ম হয়ে ব্যাপক দুর্নীতির মাধ্যমে সম্পদের স্বর্গরাজ্য গড়ে তোলেন। আমলাতন্ত্রের আবরণে ক্ষমতা ও আর্থিকভাবে লাভবান হয়ে অপরাজনীতিকে প্রশ্রয় দিয়ে দেশের সামগ্রিক প্রশাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৎকালীন ক্ষমতাসীনদের কাছাকাছি থেকে এসব আমলা শুধু অর্থ সম্পদের জৌলুস বানাননি, প্রশাসনের অভ্যন্তরে থেকে একটা স্বার্থবাদী, বসংবদ ও দলদাস আমলা গোষ্ঠী তৈরি করার ফলে সমগ্র প্রশাসনে দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব আমলাতন্ত্রের ওপরে কালিমালিপ্ত করেছে। চিহ্নিত এসব অপকর্মে জড়িত সব শ্রেণি-পেশার আমলাদের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক তাদের কৃত অপরাধের বিচারের জন্য এ ধরনের ন্যায়সঙ্গত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সাধুবাদ জানায় এবং সমীচীন মনে করে। এ ছাড়া এতে বলা হয়, অ্যাসোসিয়েশন মনে করে যে, ছাত্র-জনতার আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পর স্বৈরাচারের দোসররা দেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার এবং দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলার অবনতি ও অর্থনীতি সম্পূর্ণরূপে বিপর্যন্ত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। জনজীবন বিপন্ন হওয়া এ অপপ্রয়াসকে অ্যাসোসিয়েশন কখনোই সমর্থন করে না এবং সহস্র শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও বর্তমান বঞ্চনামুক্ত দেশ গড়ে তোলার যে প্রত্যয় ও অঙ্গীকার অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সেই অঙ্গীকারের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ইতিবাচক ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এই আন্তরিক প্রয়াসের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট সবার এবং সর্বোপরি দেশবাসীর সর্বাত্মক সমর্থন থাকবে মর্মে মনে করে বলে এতে বলা হয়।
Read Entire Article