‎অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকবোঝাই গরু ডাকাতি, আহত ৬

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকবোঝাই ২৮টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকচালক ও গরুর মালিকসহ আহত হয়েছেন ৬ জন।  শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।  আহতরা হলেন— মন্টু প্রামাণিক, রুবেল, তানভীর প্রামাণিক, রুবেল ২, ট্রাকচালক শাহাদাত ও ট্রাকচালকের সহকারী বাশার। ডাকাতির খবর পেয়ে পুলিশ উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে ২৬টি গরু উদ্ধার করে। এখনো দুটি গরু উদ্ধারের অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তাররা হলেন— উপজেলার মুরাদপুর ইউনিয়নের রাশেদ (২৮) ও ওমর ফারুক (২৫) এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের সৈকত ইসলাম (৩০)। ‎ভুক্তভোগী গরুর মালিক জানান, ব্যবসার উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে ট্রাকভর্তি ২৮টি গরু নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উদ্দেশে যাচ্ছি। গরুবোঝাই ট্রাকটি ভাটিয়ারী এলাকা অতিক্রম করার সময় ডাকাতের দল ট্রাকটিকে সামনে পিছে দুটি মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে গরুর মালিক ও ট্রাকচালকের ওপর হামলা চালায়।  পরে ডাকাতরা গরুর মালিকদের রাস্তার পাশে হাত-পা

‎অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকবোঝাই গরু ডাকাতি, আহত ৬

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকবোঝাই ২৮টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকচালক ও গরুর মালিকসহ আহত হয়েছেন ৬ জন। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। 

আহতরা হলেন— মন্টু প্রামাণিক, রুবেল, তানভীর প্রামাণিক, রুবেল ২, ট্রাকচালক শাহাদাত ও ট্রাকচালকের সহকারী বাশার।

ডাকাতির খবর পেয়ে পুলিশ উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে ২৬টি গরু উদ্ধার করে। এখনো দুটি গরু উদ্ধারের অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন— উপজেলার মুরাদপুর ইউনিয়নের রাশেদ (২৮) ও ওমর ফারুক (২৫) এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের সৈকত ইসলাম (৩০)।

‎ভুক্তভোগী গরুর মালিক জানান, ব্যবসার উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে ট্রাকভর্তি ২৮টি গরু নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উদ্দেশে যাচ্ছি। গরুবোঝাই ট্রাকটি ভাটিয়ারী এলাকা অতিক্রম করার সময় ডাকাতের দল ট্রাকটিকে সামনে পিছে দুটি মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে গরুর মালিক ও ট্রাকচালকের ওপর হামলা চালায়। 

পরে ডাকাতরা গরুর মালিকদের রাস্তার পাশে হাত-পা বেঁধে ট্রাক ভর্তি গরুগুলো লুট করে নিয়ে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় নিয়ে যায়। পরে স্থানীয়রা গরুবোঝাই ট্রাক দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৬টি গরু উদ্ধার করে। এখনো দুটি গরু নিখোঁজ রয়েছে।

‎গরুর মালিক রুবেল শিকদার বলেন, ভাটিয়ারী এলাকায় আমাদের গরুবোঝাই ট্রাকটি আগে পিছে দুটি মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে আমাদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে জাতীয় জরুরি সেবায় ফোন করে বিষয়টি জানালে গরুবোঝাই ট্রাকে ব্যবহৃত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে গাড়িটির স্থান শনাক্ত করা হয়। গরু লুটকারীদের বিভিন্ন অস্ত্রের আঘাতে আমরা ছয়জন গুরুতর আহত হই।

‎এ ঘটনায় গরুর মালিক রুবেল শিকদার বাদী হয়ে আটক হওয়া তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করেন।

‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৬টি গরু ট্রাকটি উদ্ধার করি। ডাকাতের কবল থেকে আরও দুটি গরু উদ্ধার করার চেষ্টা চলছে। এই ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow