অস্ত্রের মুখে শিক্ষক দম্পতিকে জিম্মি করে ডাকাতি
চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামে ঘটেছে ডাকাতির ঘটনা। এ সময় পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে গেছে ডাকাতেরা। শনিবার (১৭ নভেম্বর) রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা শিক্ষক দম্পতি ও পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন এবং অন্য মালপত্র খুঁজে খুঁজে লুট করে। এতে শিক্ষক দম্পতি রতন সরকার (৪৭), মিঠু মহাজন (৩৮), স্বপন সরকার (৩১) আহত হন। চিৎকার শুনে ডাকাতিতে বাধা দিতে গেলে প্রতিবেশী দীপু হাওলাদার (৩২) নামে আরেক ব্যক্তি ডাকাতদের হামলায় আহত হন। পরে সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এমন সশস্ত্র ডাকাতির ঘটনা বহুদিন পর ঘটল, যা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য
চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামে ঘটেছে ডাকাতির ঘটনা। এ সময় পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে গেছে ডাকাতেরা।
শনিবার (১৭ নভেম্বর) রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা শিক্ষক দম্পতি ও পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন এবং অন্য মালপত্র খুঁজে খুঁজে লুট করে। এতে শিক্ষক দম্পতি রতন সরকার (৪৭), মিঠু মহাজন (৩৮), স্বপন সরকার (৩১) আহত হন। চিৎকার শুনে ডাকাতিতে বাধা দিতে গেলে প্রতিবেশী দীপু হাওলাদার (৩২) নামে আরেক ব্যক্তি ডাকাতদের হামলায় আহত হন। পরে সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এমন সশস্ত্র ডাকাতির ঘটনা বহুদিন পর ঘটল, যা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত পুলিশি টহল বাড়ানো এবং ডাকাত চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মো. খায়রুল কবীর। চাঁদপুর ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহআলম কালবেলাকে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দোষীদের গ্রেপ্তার ও লুট হওয়া মালপত্র উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছে।
What's Your Reaction?