অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর পল্লবী এলাকায় যৌথ অভিযানে এক নারী মাদক কারবারি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া নারী হলেন শাহজাদী বেগম। তার সহযোগীরা হলেন- রনি, মো. ইসলাম ও বেলি।
শুক্রবার (০৯ জানুয়ারি) ভোরে পূর্ব কুর্মিটোলা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে শাহজাদী বেগমের কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, শাহজাদীর বাসার নিচতলার দুটি কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, শাহজাদী বেগম মিরপুর এলাকার মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তিনি পল্লবী থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
রাজধানীর পল্লবী এলাকায় যৌথ অভিযানে এক নারী মাদক কারবারি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া নারী হলেন শাহজাদী বেগম। তার সহযোগীরা হলেন- রনি, মো. ইসলাম ও বেলি।
শুক্রবার (০৯ জানুয়ারি) ভোরে পূর্ব কুর্মিটোলা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে শাহজাদী বেগমের কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, শাহজাদীর বাসার নিচতলার দুটি কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, শাহজাদী বেগম মিরপুর এলাকার মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তিনি পল্লবী থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।