‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ টিজারে প্রথমবার এক্স-মেন

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে প্রথমবারের মতো এক্স-মেনের চরিত্রগুলোর উপস্থিতি দেখা গেছে আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর নতুন টিজারে। ম্যাগনেটো, প্রফেসর এক্স ও সাইক্লোপসের ঝলক প্রকাশের পরপরই মার্ভেলভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রোববার (২৮ ডিসেম্বর) রাতে টিজারের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। এতে দেখা যায় জ্বলন্ত জেভিয়ার স্কুল, সাইক্লোপসের শক্তি প্রয়োগ এবং ধ্বংসযজ্ঞ চালানো সেন্টিনেল। টিজারের ভয়েস-ওভারে শোনা যায় প্যাট্রিক স্টুয়ার্টের কণ্ঠ, যেখানে যুদ্ধের ভয়াবহতা ও অনিশ্চয়তার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি ম্যাগনেটো ও প্রফেসর এক্সের মধ্যকার কথোপকথনের দৃশ্যও নজর কাড়ে। প্রথমে ফাঁস হওয়া ভিডিওটি ছিল কম রেজোলিউশনের হলেও পরে হাই-রেজল্যুউশনের সংস্করণ প্রকাশ পায়, যা দ্রুতই অনলাইনে ভাইরাল হয়। অনেক ভক্ত মন্তব্য করেছেন, এটি ফক্স প্রযোজিত এক্স-মেন সিনেমাগুলোর চেয়েও বেশি শক্তিশালী। উল্লেখ্য, এক্স-মেন চরিত্রগুলোর স্বত্ব আগে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের কাছে ছিল। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মার্ভেলের অন্যতম বড় ক্রসওভার সিনেমা, যেখানে খলনায়ক ডক্টর ডুম চরিত্রে ফিরছেন রবার্ট ডাউনি জুন

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ টিজারে প্রথমবার এক্স-মেন

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে প্রথমবারের মতো এক্স-মেনের চরিত্রগুলোর উপস্থিতি দেখা গেছে আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর নতুন টিজারে। ম্যাগনেটো, প্রফেসর এক্স ও সাইক্লোপসের ঝলক প্রকাশের পরপরই মার্ভেলভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে টিজারের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। এতে দেখা যায় জ্বলন্ত জেভিয়ার স্কুল, সাইক্লোপসের শক্তি প্রয়োগ এবং ধ্বংসযজ্ঞ চালানো সেন্টিনেল। টিজারের ভয়েস-ওভারে শোনা যায় প্যাট্রিক স্টুয়ার্টের কণ্ঠ, যেখানে যুদ্ধের ভয়াবহতা ও অনিশ্চয়তার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি ম্যাগনেটো ও প্রফেসর এক্সের মধ্যকার কথোপকথনের দৃশ্যও নজর কাড়ে।

প্রথমে ফাঁস হওয়া ভিডিওটি ছিল কম রেজোলিউশনের হলেও পরে হাই-রেজল্যুউশনের সংস্করণ প্রকাশ পায়, যা দ্রুতই অনলাইনে ভাইরাল হয়। অনেক ভক্ত মন্তব্য করেছেন, এটি ফক্স প্রযোজিত এক্স-মেন সিনেমাগুলোর চেয়েও বেশি শক্তিশালী।

উল্লেখ্য, এক্স-মেন চরিত্রগুলোর স্বত্ব আগে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের কাছে ছিল। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মার্ভেলের অন্যতম বড় ক্রসওভার সিনেমা, যেখানে খলনায়ক ডক্টর ডুম চরিত্রে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র।

ছবিটিতে আরও অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি, সেবাস্টিয়ান স্ট্যান, পল রুড, টম হিডলস্টন, ফ্লোরেন্স পুগ, ডেভিড হারবারসহ বহু জনপ্রিয় তারকা। সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow