আইপিএলে মোস্তাফিজকে ঘিরে বয়কট আহ্বান, যা বলছে বিসিসিআই

আসন্ন আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। মার্চে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে আনন্দের পাশাপাশি তৈরি হয়েছে বিতর্কও। ভারত–বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা মোস্তাফিজের অংশগ্রহণের বিরোধিতা করে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও কলকাতাকে বয়কটের আহ্বান তোলা হয়েছে। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশি ক্রিকেটার নিয়ে ম্যাচ আয়োজন করা হলে “কঠিন পরিস্থিতির” মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজি ও আয়োজকদের। তাদের দাবি, মাঠে নেমে বাধা দেওয়ারও প্রস্তুতি রয়েছে কিছু গোষ্ঠীর। তবে এসব হুমকিকে মাঠের ক্রিকেটে প্রভাব ফেলতে দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, “বিষয়টি সংবেদনশীল, আমরা তা বুঝি। সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগ

আইপিএলে মোস্তাফিজকে ঘিরে বয়কট আহ্বান, যা বলছে বিসিসিআই

আসন্ন আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। মার্চে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে আনন্দের পাশাপাশি তৈরি হয়েছে বিতর্কও।

ভারত–বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা মোস্তাফিজের অংশগ্রহণের বিরোধিতা করে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও কলকাতাকে বয়কটের আহ্বান তোলা হয়েছে।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশি ক্রিকেটার নিয়ে ম্যাচ আয়োজন করা হলে “কঠিন পরিস্থিতির” মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজি ও আয়োজকদের। তাদের দাবি, মাঠে নেমে বাধা দেওয়ারও প্রস্তুতি রয়েছে কিছু গোষ্ঠীর।

তবে এসব হুমকিকে মাঠের ক্রিকেটে প্রভাব ফেলতে দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, “বিষয়টি সংবেদনশীল, আমরা তা বুঝি। সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ঠেকাতে কোনো নির্দেশ আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়—তাই মোস্তাফিজ আইপিএল খেলবেন বলেই আমরা মনে করছি।”

সব মিলিয়ে বিতর্ক থাকলেও বিসিসিআইয়ের বক্তব্যে আপাতত স্বস্তির নিশ্বাস কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজ ভক্তদের। এখন নজর শুধু মাঠের ক্রিকেটেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow