আইপিএলে সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন মুস্তাফিজ

শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসরের মিনি নিলাম। দল কেনায় দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করা কলকাতা খরচ করেছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি। চেন্নাইকে হারিয়ে টাইগার পেসারকে মুস্তাফিজকেও দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।  নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া দুই ক্রিকেটারই কিনেছে কলকাতা। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপি ও  শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কেকেআর। কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও কিনেছে  তারা। ২ কোটি রুপিতে দলে নেয় রাচিনকে। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেনকে নিতে খরচ হয়েছে ২ কোটি টাকা। আরেক কিউই উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্টকে ১ কোটি ৫০ লাখ রুপিতে নিজেদের করে নিয়েছে কলকাতা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে কলকাতায় রয়েছেন আজিঙ্কা রাহানে, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, উমরান মালিকের মতো ক্রিকেটাররা। দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু করা সম্ভব তাদের পক্ষ

আইপিএলে সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন মুস্তাফিজ

শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসরের মিনি নিলাম। দল কেনায় দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করা কলকাতা খরচ করেছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি। চেন্নাইকে হারিয়ে টাইগার পেসারকে মুস্তাফিজকেও দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। 

নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া দুই ক্রিকেটারই কিনেছে কলকাতা। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপি ও  শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কেকেআর। কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও কিনেছে  তারা। ২ কোটি রুপিতে দলে নেয় রাচিনকে। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেনকে নিতে খরচ হয়েছে ২ কোটি টাকা। আরেক কিউই উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্টকে ১ কোটি ৫০ লাখ রুপিতে নিজেদের করে নিয়েছে কলকাতা।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে কলকাতায় রয়েছেন আজিঙ্কা রাহানে, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, উমরান মালিকের মতো ক্রিকেটাররা। দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু করা সম্ভব তাদের পক্ষে। আসন্ন আইপিএলে দলটি কতদূর যাবে সেটি পুরোপুরি নির্ভর করছে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর। 

কলকাতা নাইট রাইডার্স- আজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানিশ পান্ডে, রমণদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বি সিং, কার্তিক তিয়াগি, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, ডাকশ কামরা, রচিন রবীন্দ্র, আকাশ দীপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow