আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড় হলেন গ্রিন

আইপিএল ২০২৬ মিনি নিলামে যেন ঝড় তুলে দিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন! মাত্র ২ কোটি বেস প্রাইস থেকে শুরু হওয়া নিলাম যুদ্ধে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে কিনে নিল ২৫.২০ কোটি রুপিতে — মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটির রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হয়ে গেলেন গ্রিন। কিন্তু চমক এখানেই শেষ নয় — নিয়ম অনুযায়ী তিনি পাবেন মাত্র ১৮ কোটি! এতিয়াদ অ্যারেনায় নিলাম শুরু হতেই গ্রিনের জন্য ছিল অগ্নিমূল্যের লড়াই। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স দিয়ে শুরু, তারপর রাজস্থান রয়্যালস ঢোকে। কেকেআর এবং রয়্যালসের মধ্যে তুমুল যুদ্ধ চলার পর ১৩.৬০ কোটিতে রয়্যালস পিছিয়ে যায়। মনে হচ্ছিল কেকেআরই পেয়ে যাবে — কিন্তু হঠাৎ ঢুকে পড়ল চেন্নাই সুপার কিংস (সিএসকে)! পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে এবং তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের মধ্যে যুদ্ধ তুঙ্গে উঠল। ১৮ কোটি পার হয়ে যাওয়ার পরও দুই দল ছাড়েনি। শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কেকেআর জিতে নিল গ্রিনকে, সিএসকে পিছিয়ে গেল। এই দাম শুধু রেকর্ডই নয় — গ্রিন এক নিলামে সবচেয়ে বেশি বার (১১৭ বার) বোলি পাওয়ার রেকর্ডও গড়লেন, শ্রেয়স আই

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড় হলেন গ্রিন
আইপিএল ২০২৬ মিনি নিলামে যেন ঝড় তুলে দিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন! মাত্র ২ কোটি বেস প্রাইস থেকে শুরু হওয়া নিলাম যুদ্ধে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে কিনে নিল ২৫.২০ কোটি রুপিতে — মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটির রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হয়ে গেলেন গ্রিন। কিন্তু চমক এখানেই শেষ নয় — নিয়ম অনুযায়ী তিনি পাবেন মাত্র ১৮ কোটি! এতিয়াদ অ্যারেনায় নিলাম শুরু হতেই গ্রিনের জন্য ছিল অগ্নিমূল্যের লড়াই। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স দিয়ে শুরু, তারপর রাজস্থান রয়্যালস ঢোকে। কেকেআর এবং রয়্যালসের মধ্যে তুমুল যুদ্ধ চলার পর ১৩.৬০ কোটিতে রয়্যালস পিছিয়ে যায়। মনে হচ্ছিল কেকেআরই পেয়ে যাবে — কিন্তু হঠাৎ ঢুকে পড়ল চেন্নাই সুপার কিংস (সিএসকে)! পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে এবং তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের মধ্যে যুদ্ধ তুঙ্গে উঠল। ১৮ কোটি পার হয়ে যাওয়ার পরও দুই দল ছাড়েনি। শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কেকেআর জিতে নিল গ্রিনকে, সিএসকে পিছিয়ে গেল। এই দাম শুধু রেকর্ডই নয় — গ্রিন এক নিলামে সবচেয়ে বেশি বার (১১৭ বার) বোলি পাওয়ার রেকর্ডও গড়লেন, শ্রেয়স আইয়ারের ১০৩-এর রেকর্ড ভেঙে। কেন পুরো টাকা পাবেন না গ্রিন? বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, মিনি নিলামে বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ বেতন ১৮ কোটি রুপি। এই ক্যাপ গত মেগা নিলামের সর্বোচ্চ রিটেনশন স্ল্যাবের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। ১৮ কোটির বেশি যা উঠবে, তা যাবে বিসিসিআইয়ের প্লেয়ার ওয়েলফেয়ার ফান্ডে। ফ্র্যাঞ্চাইজি অবশ্য পুরো ২৫.২০ কোটি খরচ করবে তাদের পার্স থেকে। এই নিয়ম শুধু বিদেশি খেলোয়াড়দের জন্য, ভারতীয়দের নয়। ২৬ বছরের গ্রিন আগে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। IPL-এ ২৯ ম্যাচে ৭০৭ রান (সর্বোচ্চ ১০০*) এবং ১৬ উইকেট তাঁর ঝুলিতে। নিলামে ব্যাটার হিসেবে লিস্টেড হলেও তিনি নিশ্চিত করেছেন, IPL-এ বোলিং করবেনই। নিলামের শুরুতেই ডেভিড মিলার ২ কোটি বেস প্রাইসে দিল্লি ক্যাপিটালসে গেছেন। আরও অনেক তারকা অপেক্ষায় — লড়াই জমে উঠবে আরও!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow