আইপিএল: কলকাতার সম্ভাব্য সেরা একাদশ প্রকাশ, আছেন যারা

তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ২০২৬ আইপিএলের আগে দলকে শক্তিশালী করতে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় এবং বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটিরও বেশি টাকায় দলে নেয়।  গ্রিন, পাথিরানা ও মুস্তাফিজুরের সঙ্গে টিম সাইফার্ট, ফিন অ্যালেন এবং রাচিন রবীন্দ্রের মতো ক্রিকেটাররা আইপিএলের ১৯তম আসরে কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিন অ্যালেন বা টিম সাইফার্ট—এই দুজনের মধ্যে একজন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। আইপিএল ইতিহাসে তিনবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) জয়ী সুনীল নারাইন কেকেআরের হয়ে আইপিএলে ১৯০-এর বেশি ব্যাটারকে আউট করার পাশাপাশি ওপেনার হিসেবে ব্যাট হাতেও বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। আইপিএল ২০২৫ এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে। এ বছরও যদি তিনি দল

আইপিএল: কলকাতার সম্ভাব্য সেরা একাদশ প্রকাশ, আছেন যারা
তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ২০২৬ আইপিএলের আগে দলকে শক্তিশালী করতে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় এবং বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটিরও বেশি টাকায় দলে নেয়।  গ্রিন, পাথিরানা ও মুস্তাফিজুরের সঙ্গে টিম সাইফার্ট, ফিন অ্যালেন এবং রাচিন রবীন্দ্রের মতো ক্রিকেটাররা আইপিএলের ১৯তম আসরে কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিন অ্যালেন বা টিম সাইফার্ট—এই দুজনের মধ্যে একজন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। আইপিএল ইতিহাসে তিনবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) জয়ী সুনীল নারাইন কেকেআরের হয়ে আইপিএলে ১৯০-এর বেশি ব্যাটারকে আউট করার পাশাপাশি ওপেনার হিসেবে ব্যাট হাতেও বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। আইপিএল ২০২৫ এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে। এ বছরও যদি তিনি দলের নেতৃত্বে থাকেন তাহলে তিনে ব্যাটিং করার সম্ভাবনা বেশি তার। চার নম্বরে থাকবেন ক্যামেরুন গ্রিন, পাঁচ নম্বরে রিঙ্কু সিং এবং ছয় নম্বরে ব্যাট করবেন রামনদীপ সিং। ২০২৬ আইপিএলে কলকাতার বোলিং আক্রমণের মূল দায়িত্ব সামলাবেন হর্ষিত রানা ও বৈভব অরোরা। তাদের সহায়তায় থাকবেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। স্পিন বিভাগের দায়িত্ব থাকবে বরুণ চক্রবর্তীর ওপর। দলের ব্যাকআপ ভারতীয় পেসার হিসেবে রয়েছেন আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগী। ব্যাকআপ ব্যাটারদের তালিকায় আছেন অংক্রিশ রঘুবংশী, মনীশ পাণ্ডে ও রাহুল ত্রিপাঠীর মতো অভিজ্ঞ নাম। আইপিএল ২০২৬-এ কলকাতার সম্ভাব্য সেরা একাদশ: অজিঙ্কা রাহানে, সুনীল নারাইন, টিম সাইফার্ট (উইকেটকিপার), ক্যামেরুন গ্রিন, রিঙ্কু সিং, রামনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, মুস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী, মাথিশা পাথিরানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow