আইপিএল খেলা বিধ্বংসী ওপেনারকে দলে ভেড়াল নোয়াখালী

আসন্ন বিপিএলে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথম আসরেই বাজিমাত করার অপেক্ষায় দলটি। সরাসরি চুক্তিতে বড় চমক দেখানোর পর নিলামেও বেশ দক্ষতার পরিচয় দেয় তারা। নোয়াখালীর চমক যেন থামছেই না। একেবারে শেষ মুহুর্তে ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার সেদিকউল্লাহ আতালকে।  টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান বেশ সমীহ জাগানো এক দল। দুর্দান্ত পারফরম্যান্সে সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে তারা। বিশ্বের নামিদামি সব লিগে আফগান ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্স লক্ষ্য করা যায়। এবারের বিপিএলেও রয়েছে একাধিক আফগান ক্রিকেটার, যার একজন সেদিকউল্লাহ আতাল।  ২৪ বছর বয়সী তরুণ এই বাঁহাতি ওপেনার আফগানিস্তানের জার্সিতে খেলেছেন ২২ ম্যাচ। ২৩ গড়ে সেখানে রান করেছেন ৪৭০। ঘরোয়া টি-টোয়েন্টিতে অবশ্য বেশ সফল তিনি। ১৩৫ স্ট্রাইকরেটে ৩৩ গড়ে ৮৮ ম্যাচে সেদিকউল্লাহর ব্যাট থেকে এসেছে ২৫৪৯ রান। আইএল টি-টোয়েন্টি, এসএ টি-টোয়েন্টির পাশাপাশি আইপিএলেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারের। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি।  সেদিকউল্লাহ বাদেও বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছে কুশল মেন্

আইপিএল খেলা বিধ্বংসী ওপেনারকে দলে ভেড়াল নোয়াখালী

আসন্ন বিপিএলে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথম আসরেই বাজিমাত করার অপেক্ষায় দলটি। সরাসরি চুক্তিতে বড় চমক দেখানোর পর নিলামেও বেশ দক্ষতার পরিচয় দেয় তারা। নোয়াখালীর চমক যেন থামছেই না। একেবারে শেষ মুহুর্তে ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার সেদিকউল্লাহ আতালকে। 

টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান বেশ সমীহ জাগানো এক দল। দুর্দান্ত পারফরম্যান্সে সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে তারা। বিশ্বের নামিদামি সব লিগে আফগান ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্স লক্ষ্য করা যায়। এবারের বিপিএলেও রয়েছে একাধিক আফগান ক্রিকেটার, যার একজন সেদিকউল্লাহ আতাল। 

২৪ বছর বয়সী তরুণ এই বাঁহাতি ওপেনার আফগানিস্তানের জার্সিতে খেলেছেন ২২ ম্যাচ। ২৩ গড়ে সেখানে রান করেছেন ৪৭০। ঘরোয়া টি-টোয়েন্টিতে অবশ্য বেশ সফল তিনি। ১৩৫ স্ট্রাইকরেটে ৩৩ গড়ে ৮৮ ম্যাচে সেদিকউল্লাহর ব্যাট থেকে এসেছে ২৫৪৯ রান। আইএল টি-টোয়েন্টি, এসএ টি-টোয়েন্টির পাশাপাশি আইপিএলেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারের। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। 

সেদিকউল্লাহ বাদেও বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছে কুশল মেন্ডিস, জনসন চার্লস, মোহাম্মদ নবী, হায়দার আলীর মতো ক্রিকেটার। এছাড়া নোয়াখালী দেশি ক্রিকেটারদের মধ্যে আস্থা রেখেছে সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল অঙ্কন, জাকের আলীর ওপর।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী ও ইবরার আহমেদ, বিলাল সামি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow