আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল, থাকছেন অন্য ভূমিকায়

আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে এবার রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছিল নিলামে তাকে কিনতে পারে চেন্নাই সুপার কিংস। সেই সম্ভাবনা আর রইল না। রোববার (৩০ নভেম্বর) আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেটারকে আগামী আইপিএলে দেখা যাবে নতুন ভূমিকায়। ২০১২ সালে প্রথম আইপিএল খেলেন রাসেল। প্রথম দু’বছর খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ২০১৪ সালে তাকে কেনে কলকাতা। তখন থেকেই কেকেআরের অবিচ্ছেদ্য অংশ রাসেল। কেকেআর কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে দল গঠনের কথা ভাবেননি। রাসেলও কখনও কলকাতা ছাড়ার কথা ভাবেননি। তবে গত দু’মৌসুম ধরে আইপিএলে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত এ বার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। তারপর আইপিএল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন রাসেল।  ক্রিকেটার হিসাবে অবসর নিলেও কেকেআরের সঙ্গেই থাকবেন রাসেল। তাকে ‘পাওয়ার কোচ’ হিসাবে রেখে দিচ্ছেন বেঙ্কি মাইসোরেরা। দলের অন্যতম সহকারী কোচ হিসাবে থাকছেন তিনি। ভিডিও বার্তায়  রাসেল বলেন, ‘আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্য সব লিগে এবং কেকেআরে

আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল, থাকছেন অন্য ভূমিকায়

আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে এবার রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছিল নিলামে তাকে কিনতে পারে চেন্নাই সুপার কিংস। সেই সম্ভাবনা আর রইল না। রোববার (৩০ নভেম্বর) আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেটারকে আগামী আইপিএলে দেখা যাবে নতুন ভূমিকায়।

২০১২ সালে প্রথম আইপিএল খেলেন রাসেল। প্রথম দু’বছর খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ২০১৪ সালে তাকে কেনে কলকাতা। তখন থেকেই কেকেআরের অবিচ্ছেদ্য অংশ রাসেল। কেকেআর কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে দল গঠনের কথা ভাবেননি। রাসেলও কখনও কলকাতা ছাড়ার কথা ভাবেননি। তবে গত দু’মৌসুম ধরে আইপিএলে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত এ বার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। তারপর আইপিএল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন রাসেল। 

ক্রিকেটার হিসাবে অবসর নিলেও কেকেআরের সঙ্গেই থাকবেন রাসেল। তাকে ‘পাওয়ার কোচ’ হিসাবে রেখে দিচ্ছেন বেঙ্কি মাইসোরেরা। দলের অন্যতম সহকারী কোচ হিসাবে থাকছেন তিনি।

ভিডিও বার্তায়  রাসেল বলেন, ‘আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্য সব লিগে এবং কেকেআরের অন্য দলগুলোর হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে কেকেআরের হয়ে আমার দুর্দান্ত কিছু স্মৃতি রয়েছে। দলের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। কিন্তু কখনও কখনও আপনাকে থামতেই হয়। যখন এই সিদ্ধান্তটা নিয়েছি, মনে হয়েছে এটাই সেরা সিদ্ধান্ত।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow