আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, যা বললেন মঈন আলী

গেল কয়েক বছর আইপিএলের নিয়মিত মুখ হয়ে ওঠা মুস্তাফিজুর রহমানের এবারও আইপিএল খেলার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। তবে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক টানাপড়েন আর নানান বাস্তবতায় কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০২৬ আইপিএল খেলা হচ্ছে না ফিজের। বড় অঙ্কে দল পেয়েও আইপিএল খেলতে না পারায় মুস্তাফিজের জন্য বাকি সবার মতো ব্যথিত মঈন আলীও। এ প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি মুস্তাফিজের জন্য ব্যথিত (আইপিএল থেকে বাদ পড়ায়)। আমি মনে করি সবাই মুস্তাফিজের জন্য ব্যথিত। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। মানুষ হিসেবে মুস্তাফিজ দারুণ একজন। অনেকদিন পর সে একটা ভালো ডিল পেয়েছিল। কিন্তু ওই যে বললাম- যেটা হয়েছে দুঃখজনক।’ এবারের আসরে সিলেটের ফ্র্যাঞ্চাইজি ও উইকেট নিয়ে মঈন বেশ সন্তুষ্ট। তার মতে, সিলেটের উইকেট এবার বেশ ইতিবাচক আচরণ করছে এবং রানও হচ্ছে প্রচুর। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট বা পারিশ্রমিক নিয়ে বির্তক থাকলেও ইংলিশ এই অলরাউন্ডার জানান, তিনি নিয়মিতই টাকা পাচ্ছেন। মঈন আলী বলেন, ‘যদি টাকা না পেতাম, তবে কি আর আমি এখানে থাকতাম? দলে আসার পর গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ জেতায় আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সিলেটে খেলতে আমার আলাদা ভা

আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, যা বললেন মঈন আলী

গেল কয়েক বছর আইপিএলের নিয়মিত মুখ হয়ে ওঠা মুস্তাফিজুর রহমানের এবারও আইপিএল খেলার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। তবে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক টানাপড়েন আর নানান বাস্তবতায় কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০২৬ আইপিএল খেলা হচ্ছে না ফিজের। বড় অঙ্কে দল পেয়েও আইপিএল খেলতে না পারায় মুস্তাফিজের জন্য বাকি সবার মতো ব্যথিত মঈন আলীও।

এ প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি মুস্তাফিজের জন্য ব্যথিত (আইপিএল থেকে বাদ পড়ায়)। আমি মনে করি সবাই মুস্তাফিজের জন্য ব্যথিত। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। মানুষ হিসেবে মুস্তাফিজ দারুণ একজন। অনেকদিন পর সে একটা ভালো ডিল পেয়েছিল। কিন্তু ওই যে বললাম- যেটা হয়েছে দুঃখজনক।’

এবারের আসরে সিলেটের ফ্র্যাঞ্চাইজি ও উইকেট নিয়ে মঈন বেশ সন্তুষ্ট। তার মতে, সিলেটের উইকেট এবার বেশ ইতিবাচক আচরণ করছে এবং রানও হচ্ছে প্রচুর। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট বা পারিশ্রমিক নিয়ে বির্তক থাকলেও ইংলিশ এই অলরাউন্ডার জানান, তিনি নিয়মিতই টাকা পাচ্ছেন।

মঈন আলী বলেন, ‘যদি টাকা না পেতাম, তবে কি আর আমি এখানে থাকতাম? দলে আসার পর গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ জেতায় আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সিলেটে খেলতে আমার আলাদা ভালো লাগা কাজ করে। এখানকার মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আছে। সেই টানেই বারবার বাংলাদেশে ফিরে আসতে আমার ভালো লাগে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow