আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল মাতানো ক্রিকেটার এবার নোয়াখালীতে

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়েছে নোয়াখালী। ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই দলবদলে চমক দেখিয়েছে তারা। জনসন চার্লস, কুশাল মেন্ডিস, সৌম্য সরকারের মতো তারকাদের সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এবার আইপিএল, বিগ ব্যাশসহ নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো স্পিনারকে দলে ভেড়াল নোয়াখালী এক্সপ্রেস। আফগানিস্তানের ২৬ বছর বয়সী চায়নাম্যান জহির খানকে দলে নিয়েছে নোয়াখালী। রাজস্থান রয়্যালস, ব্রিসবেন হিট, ইসলামাবাদ ইউনাইটেড, মেলবোর্ন স্টার্স, এমআই ইমিরেটস, মন্ট্রিয়াল টাইগার্সের মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারের। বিপিএলেও এর আগে খেলেছেন তিনি।  জহির খানকে দলে ভেড়ানোর তথ্য নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস লেখে, ‘আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০— সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে!স্বাগতম, জহির।’ ক্যারিয়ারে ২৬ বছর বয়সী এই আফগান ক্রিকেটার এখন পর্যন্ত ১৩১ টি-টোয়েন্টি খেলে উইকেটে নিয়েছেন ১৪২টি। পাঁচ উইকেট একবার নিয়েছেন জহির। ক্যারিয়ার সেরা

আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল মাতানো ক্রিকেটার এবার নোয়াখালীতে

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়েছে নোয়াখালী। ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই দলবদলে চমক দেখিয়েছে তারা। জনসন চার্লস, কুশাল মেন্ডিস, সৌম্য সরকারের মতো তারকাদের সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এবার আইপিএল, বিগ ব্যাশসহ নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো স্পিনারকে দলে ভেড়াল নোয়াখালী এক্সপ্রেস।

আফগানিস্তানের ২৬ বছর বয়সী চায়নাম্যান জহির খানকে দলে নিয়েছে নোয়াখালী। রাজস্থান রয়্যালস, ব্রিসবেন হিট, ইসলামাবাদ ইউনাইটেড, মেলবোর্ন স্টার্স, এমআই ইমিরেটস, মন্ট্রিয়াল টাইগার্সের মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারের। বিপিএলেও এর আগে খেলেছেন তিনি। 

জহির খানকে দলে ভেড়ানোর তথ্য নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস লেখে, ‘আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০— সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে!স্বাগতম, জহির।’

ক্যারিয়ারে ২৬ বছর বয়সী এই আফগান ক্রিকেটার এখন পর্যন্ত ১৩১ টি-টোয়েন্টি খেলে উইকেটে নিয়েছেন ১৪২টি। পাঁচ উইকেট একবার নিয়েছেন জহির। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১৯ রানে ৫ উইকেট। বিপিএলে দুই দলের হয়ে চার ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দুইটি। 

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি, জহির খান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow