আইসিসিকে বিসিবির চিঠি নিয়ে আপত্তি তামিমের, দিলেন ভিন্ন মত

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলতে চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খোলামেলা বক্তব্য দিলেও, এই অবস্থান ভালোভাবে নেননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিম মনে করেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করা বিসিবিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। বিশেষ করে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হলে তা আরও জটিলতা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি। এক প্রতিক্রিয়ায় তামিম বলেন, “পৃথিবীতে অনেক কিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আলোচনাটা শুরু করা উচিত, কথা বলা উচিত। ওইভাবে সমাধান হলে সেটাই সবচেয়ে ভালো। আলোচনা শেষ করে তারপর একটা ফাইনাল মন্তব্য করে সেটা পাবলিককে জানানো উচিত।” তিনি আরও বলেন, “আপনি যদি প্রত্যেকটা স্টেপ পাবলিককে জানান, তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হয়—এখন যেটা হয়েছে।” ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই বাঁহাতি ওপেনার বলেন, “এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্ত

আইসিসিকে বিসিবির চিঠি নিয়ে আপত্তি তামিমের, দিলেন ভিন্ন মত

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলতে চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খোলামেলা বক্তব্য দিলেও, এই অবস্থান ভালোভাবে নেননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তামিম মনে করেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করা বিসিবিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। বিশেষ করে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হলে তা আরও জটিলতা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রতিক্রিয়ায় তামিম বলেন, “পৃথিবীতে অনেক কিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আলোচনাটা শুরু করা উচিত, কথা বলা উচিত। ওইভাবে সমাধান হলে সেটাই সবচেয়ে ভালো। আলোচনা শেষ করে তারপর একটা ফাইনাল মন্তব্য করে সেটা পাবলিককে জানানো উচিত।”

তিনি আরও বলেন, “আপনি যদি প্রত্যেকটা স্টেপ পাবলিককে জানান, তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হয়—এখন যেটা হয়েছে।”

ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই বাঁহাতি ওপেনার বলেন, “এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়, যদি অন্যরকম হয়—তাহলে আপনার প্রথম মন্তব্যের ব্যাখ্যা কী হবে? এজন্য আমার মনে হয়, আগে ভেতরে ভেতরে সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপর সিদ্ধান্ত যাই হোক, সেটাই জানানো ভালো।”

সবশেষে তামিম বলেন, “আমি শুধু একটা জিনিসই আশা করবো—যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, সেটা যেন বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য হয়। আমাদের আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। সেটার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow