আইসিসি থেকে শাস্তি পেলেন ভারতীয় পেসার

মাঠে সাফল্যের উল্লাস কখনো কখনো হয়ে ওঠে শৃঙ্খলাভঙ্গের কারণ। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঠিক সেটাই হলো ভারতের তরুণ পেসার হর্ষিত রানার ক্ষেত্রে। একটি উইকেট উদযাপনের ভঙ্গী শেষ পর্যন্ত তাকে পৌঁছে দিল আইসিসির আচরণবিধির কাঠগড়ায়। ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের দায়ে হর্ষিত রানাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এটি অবশ্য গত ২৪ মাসে তার প্রথম শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারে এই ঘটনা ঘটে। ডিওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর হর্ষিত রানা এমন একটি ভঙ্গীমায় প্রতিপক্ষ ডাগআউটের দিকে ইশারা করেন, যা আউট হওয়া ব্যাটসম্যানকে উসকানি দিতে পারে বলে বিবেচিত হয়েছে। এই আচরণে তাকে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এই ধারা অনুযায়ী, কোনো আউট হওয়া ব্যাটসম্যানকে লক্ষ্য করে এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ নিষিদ্ধ, যা অবমাননাকর বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত অভিযোগ ও শাস্তি হর্ষিত রানা গ্

আইসিসি থেকে শাস্তি পেলেন ভারতীয় পেসার
মাঠে সাফল্যের উল্লাস কখনো কখনো হয়ে ওঠে শৃঙ্খলাভঙ্গের কারণ। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঠিক সেটাই হলো ভারতের তরুণ পেসার হর্ষিত রানার ক্ষেত্রে। একটি উইকেট উদযাপনের ভঙ্গী শেষ পর্যন্ত তাকে পৌঁছে দিল আইসিসির আচরণবিধির কাঠগড়ায়। ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের দায়ে হর্ষিত রানাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এটি অবশ্য গত ২৪ মাসে তার প্রথম শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারে এই ঘটনা ঘটে। ডিওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর হর্ষিত রানা এমন একটি ভঙ্গীমায় প্রতিপক্ষ ডাগআউটের দিকে ইশারা করেন, যা আউট হওয়া ব্যাটসম্যানকে উসকানি দিতে পারে বলে বিবেচিত হয়েছে। এই আচরণে তাকে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এই ধারা অনুযায়ী, কোনো আউট হওয়া ব্যাটসম্যানকে লক্ষ্য করে এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ নিষিদ্ধ, যা অবমাননাকর বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত অভিযোগ ও শাস্তি হর্ষিত রানা গ্রহণ করায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ফলে তার বিরুদ্ধে কেবল একটি আনুষ্ঠানিক তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্টই চূড়ান্ত হয়েছে। ঘটনাটির অভিযোগ দায়ের করেন মাঠের আম্পায়ার জয়রামন মাধনাগোপাল ও স্যাম নোগাজস্কি, সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার রোহান পণ্ডিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow