আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ ও উৎসবমুখর; খাগড়াছড়ি জেলা প্রশাসক
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বলেছেন, আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ ও উৎসবমুখর। সেলক্ষ্যে প্রশাসন কাজ করছে। তাই আগামীর অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন, নবাগত এ জেলা প্রশাসক। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখানে শাসক হিসেবে আসিনি, সেবক হিসেবে কাজ করতে এসেছি। তাই প্রশাসনের দরজা সর্বসাধারণের জন্য সবসময় খোলা। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে অবগত করবেন। চেষ্টা করব সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে। তবে কেউ যাতে হয়রানির স্বীকার না হয়, সেলক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সম্প্রীতি রক্ষায় কোনো প্রকার গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহায়তা করুন এবং সকল প্রকার জটিলতা পরিহার করে সমাধানের দিকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও খাগড়াছড়ির উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত এই জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজার সঞ্চালনা
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বলেছেন, আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ ও উৎসবমুখর। সেলক্ষ্যে প্রশাসন কাজ করছে। তাই আগামীর অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন, নবাগত এ জেলা প্রশাসক।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখানে শাসক হিসেবে আসিনি, সেবক হিসেবে কাজ করতে এসেছি। তাই প্রশাসনের দরজা সর্বসাধারণের জন্য সবসময় খোলা। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে অবগত করবেন। চেষ্টা করব সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে। তবে কেউ যাতে হয়রানির স্বীকার না হয়, সেলক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সম্প্রীতি রক্ষায় কোনো প্রকার গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহায়তা করুন এবং সকল প্রকার জটিলতা পরিহার করে সমাধানের দিকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও খাগড়াছড়ির উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত এই জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, হেডম্যান, কার্বারি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি বক্তব্য রাখেন।
এতে বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
What's Your Reaction?