আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়। এটি উন্নয়ন, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাসাইল ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ ও কর্মিসভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষায় ও স্বাস্থ্যখাতে সমান সুযোগ, তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশ ও মানুষের নিরাপত্তা এসব বিষয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনায় কাজ করা হবে। জনগণের শক্তিই আমাদের শক্তি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই পরিবর্তন সম্ভব। তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরে আসবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়ন, অগ্রগতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় সভাপত
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়। এটি উন্নয়ন, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাসাইল ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ ও কর্মিসভায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষায় ও স্বাস্থ্যখাতে সমান সুযোগ, তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশ ও মানুষের নিরাপত্তা এসব বিষয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনায় কাজ করা হবে। জনগণের শক্তিই আমাদের শক্তি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরে আসবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়ন, অগ্রগতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মানিছ উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কেএম শাহজামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা প্রমুখ।
What's Your Reaction?