আজকের জোকস: চাপাবাজির একটা লিমিট থাকে

চাপাবাজির একটা লিমিট থাকে দুই চাপাবাজ একসঙ্গে গল্প করছে—১ম চাপাবাজ: আমি এত গরম চা খাই যে, কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই!২য় চাপাবাজ: কী বলিস! আমি তো চা-পাতা, জল, দুধ, চিনি মুখে দিয়ে চুলায় বসে পড়ি! ****বেশি কথা বলা পারিবারিক ঐতিহ্য শিক্ষক: তুমি বড্ড বেশি কথা বলোছাত্র: কিচ্ছু করার নেই! এইটা আমাদের পরিবারের ঐতিহ্য।শিক্ষক: মানে?ছাত্র: মানে খুবই সোজা; আমার দাদা ছিলেন ফেরিওয়ালা, বাবা শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে। **** পাত্র ড্রোনের পাইলটপাত্রীর মা: তুমি কী কাজ করো বাবা?পাত্র: আমি পাইলট।পাত্রীর মা: কোন সংস্থার পাইলট তুমি?পাত্র: বিয়ে বাড়িতে রিমোট দিয়ে ড্রোন ওড়াই।পাত্রীর মা সঙ্গে সঙ্গে বেহুঁশ! কেএসকে/এমএস

আজকের জোকস: চাপাবাজির একটা লিমিট থাকে

চাপাবাজির একটা লিমিট থাকে

দুই চাপাবাজ একসঙ্গে গল্প করছে—
১ম চাপাবাজ: আমি এত গরম চা খাই যে, কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই!
২য় চাপাবাজ: কী বলিস! আমি তো চা-পাতা, জল, দুধ, চিনি মুখে দিয়ে চুলায় বসে পড়ি!

****
বেশি কথা বলা পারিবারিক ঐতিহ্য

শিক্ষক: তুমি বড্ড বেশি কথা বলো
ছাত্র: কিচ্ছু করার নেই! এইটা আমাদের পরিবারের ঐতিহ্য।
শিক্ষক: মানে?
ছাত্র: মানে খুবই সোজা; আমার দাদা ছিলেন ফেরিওয়ালা, বাবা শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে।

****

পাত্র ড্রোনের পাইলট
পাত্রীর মা: তুমি কী কাজ করো বাবা?
পাত্র: আমি পাইলট।
পাত্রীর মা: কোন সংস্থার পাইলট তুমি?
পাত্র: বিয়ে বাড়িতে রিমোট দিয়ে ড্রোন ওড়াই।
পাত্রীর মা সঙ্গে সঙ্গে বেহুঁশ!

কেএসকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow