আজান চলাকালে ইমামের কাঁধে লাফিয়ে উঠল বিড়াল, অতঃপর...
তুরস্কের একটি মসজিদে আজানের সময় ঘটে যাওয়া ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই এর প্রশংসা করেছেন, অনেকে আবেগে আপ্লুত হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, তুরস্কের একটি মসজিদে নামাজের আগে আজান দিচ্ছিলেন একজন ইমাম সাহেব। আর ঠিক ঐ মুহূর্তেই একটি বিড়াল দৌড়ে এসে এক লাফ দিয়ে তার কাঁধে উঠে বসে পড়ে। এমন ঘটনা যে কারও সঙ্গে ঘটলে তিনি নিশ্চই চমকে যেতেন। কিন্তু ইমাম সাহেব ধৈর্য ধরে খুব স্বাভাবিক ভঙ্গিতে বিড়ালটির সঙ্গে ইতিবাচক আচরণ করেন। তিনি বিড়ালটিকে তার কাঁধ থেকে না সরিয়ে দিয়ে বরং একহাত দিয়ে আদর করে দিলেন, এবং একমনে আজান চালিয়ে যান। তখন বিড়ালটি শান্ত হয়ে ইমাম সাহেবের কাঁধে চুপচাপ বসে থাকে। মসজিদটিতে নিয়মিত নামাজ পড়তে আসা কয়েকজন মুসুল্লি জানিয়েছে, আলোচিত এই বিড়ালটি এর আগেও প্রায়ই মসজিদের ভেতরে ঢুকে পড়ত এবং সবার সঙ্গে খুনসুটিতে মেতে উঠত। তাই এই ঘটনাটি তাদের চোখে এক অর্থে খুব নতুন কোনো ঘটনা নয়। কিন্তু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুস তা দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেরই মন জয় করে নিয়েছে এই
তুরস্কের একটি মসজিদে আজানের সময় ঘটে যাওয়া ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই এর প্রশংসা করেছেন, অনেকে আবেগে আপ্লুত হয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, তুরস্কের একটি মসজিদে নামাজের আগে আজান দিচ্ছিলেন একজন ইমাম সাহেব। আর ঠিক ঐ মুহূর্তেই একটি বিড়াল দৌড়ে এসে এক লাফ দিয়ে তার কাঁধে উঠে বসে পড়ে।
এমন ঘটনা যে কারও সঙ্গে ঘটলে তিনি নিশ্চই চমকে যেতেন। কিন্তু ইমাম সাহেব ধৈর্য ধরে খুব স্বাভাবিক ভঙ্গিতে বিড়ালটির সঙ্গে ইতিবাচক আচরণ করেন। তিনি বিড়ালটিকে তার কাঁধ থেকে না সরিয়ে দিয়ে বরং একহাত দিয়ে আদর করে দিলেন, এবং একমনে আজান চালিয়ে যান।
তখন বিড়ালটি শান্ত হয়ে ইমাম সাহেবের কাঁধে চুপচাপ বসে থাকে। মসজিদটিতে নিয়মিত নামাজ পড়তে আসা কয়েকজন মুসুল্লি জানিয়েছে, আলোচিত এই বিড়ালটি এর আগেও প্রায়ই মসজিদের ভেতরে ঢুকে পড়ত এবং সবার সঙ্গে খুনসুটিতে মেতে উঠত।
তাই এই ঘটনাটি তাদের চোখে এক অর্থে খুব নতুন কোনো ঘটনা নয়। কিন্তু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুস তা দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনেকেরই মন জয় করে নিয়েছে এই ভাইরাল ভিডিওটি। ভিডিওটি মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন ইতিবাচক বিভিন্ন কথা। একজন বলেছেন, একসঙ্গে থাকা আর সহনশীলতার এমন ছবি আমাদের মনে আলাদাকরে এক ভালোলাগার অনভূতি ফিরিয়ে আনে। আরেকজন লিখেছেন, আজানের মাঝে বিড়ালটির এমন কোমল উপস্থিতি যেন অন্যমাত্রা যোগ করেছে। ভিডিওটি দেখে অনেকে মানসিকভাবে শান্তি পেয়েছেন বলেও মন্তব্যের ঘরে লিখেছেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
What's Your Reaction?