আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি এবং শীতকালীন ছুটি সবমিলিয়ে টানা ৩৪ দিনের বন্ধ শেষে আগামীকাল রোববার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রোববার (২৮ ডিসেম্বর) থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হতে যাচ্ছে। এর আগে গত ২২ নভেম্বর ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে শুরুতে ১ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ওইদিন রাতে টানা ১৪ দিনের বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়। গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া হওয়া এই বন্ধ চলে ৬ ডিসেম্বর পর্যন্ত। পরবর্তীতে ৩ ডিসেম্বর পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে উক্ত ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয় এবং ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সঙ্গে জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসসমূহ ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু রাখা হয়।

আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি এবং শীতকালীন ছুটি সবমিলিয়ে টানা ৩৪ দিনের বন্ধ শেষে আগামীকাল রোববার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

রোববার (২৮ ডিসেম্বর) থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হতে যাচ্ছে। এর আগে গত ২২ নভেম্বর ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে শুরুতে ১ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ওইদিন রাতে টানা ১৪ দিনের বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়। গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া হওয়া এই বন্ধ চলে ৬ ডিসেম্বর পর্যন্ত।

পরবর্তীতে ৩ ডিসেম্বর পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে উক্ত ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয় এবং ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সঙ্গে জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসসমূহ ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু রাখা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow