আটকে পড়লেন ডিক্যাপ্রিও

ঝলমলে আলো, লালগালিচা আর তারকাখচিত রাত—সব প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল চিত্রনাট্য। ভ্রমণ নিষেধাজ্ঞার অপ্রত্যাশিত ধাক্কায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘পাম স্প্রিংস’ চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে হাজির হতে পারেননি হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। ভেনেজুয়েলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতেই আটকে পড়েন এই অস্কারজয়ী অভিনেতা।  পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন এক গণমাধ্যম জানায়, সীমিত আকাশসীমা ও হঠাৎ করে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ডিক্যাপ্রিও সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। উৎসবে তার অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য ‘ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণের কথা ছিল। উৎসবের এক মুখপাত্র বলেন, ভ্রমণ জটিলতায় লিওনার্দো আজ উপস্থিত থাকতে পারছেন না। তবে তার অসাধারণ কাজের স্বীকৃতি দিতে পারা আমাদের জন্য সম্মানের। এই ভ্রমণ জটিলতার মূলে রয়েছে ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক উত্তেজনা। গত শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোক

আটকে পড়লেন ডিক্যাপ্রিও
ঝলমলে আলো, লালগালিচা আর তারকাখচিত রাত—সব প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল চিত্রনাট্য। ভ্রমণ নিষেধাজ্ঞার অপ্রত্যাশিত ধাক্কায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘পাম স্প্রিংস’ চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে হাজির হতে পারেননি হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। ভেনেজুয়েলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতেই আটকে পড়েন এই অস্কারজয়ী অভিনেতা।  পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন এক গণমাধ্যম জানায়, সীমিত আকাশসীমা ও হঠাৎ করে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ডিক্যাপ্রিও সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। উৎসবে তার অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য ‘ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণের কথা ছিল। উৎসবের এক মুখপাত্র বলেন, ভ্রমণ জটিলতায় লিওনার্দো আজ উপস্থিত থাকতে পারছেন না। তবে তার অসাধারণ কাজের স্বীকৃতি দিতে পারা আমাদের জন্য সম্মানের। এই ভ্রমণ জটিলতার মূলে রয়েছে ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক উত্তেজনা। গত শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ওই অঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেন্ট বার্থেলেমিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটিতে থাকা ডিক্যাপ্রিও সেই নিষেধাজ্ঞার কবলে পড়েন।  সব মিলিয়ে বলা যায়, পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবে শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও সাফল্যের মঞ্চে ঠিকই হাজির লিওনার্দো ডিক্যাপ্রিও। সমালোচকদের রায় ও পুরস্কারের ঝুলিই প্রমাণ করছে—তার অভিনয় আর পল টমাস অ্যান্ডারসনের নির্মাণশৈলী মিলিয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এরই মধ্যে বছরের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow