আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলে যাচ্ছেন প্রথম বাংলাদেশি কাউন্সিলর ডা. রফিকুল

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) চর্ম ও যৌন রোগ বিভাগের সদ্য অবসরে যাওয়া বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুল মাওলা আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র গেছেন।  রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।   তিনি আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের প্রথম বাংলাদেশি কাউন্সিলর। আগামী ২ থেকে ৭ ডিসেম্বর কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।  যুক্তরাষ্ট্রের পর্তুরিকো অঙ্গরাজ্যে অনুষ্ঠিতব্য এবারের বার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘সোরিয়াসিস রোগের উপর শারীরিক ওজন বৃদ্ধি তথা স্থূলতার প্রভাব এবং করণীয়’। সম্মেলনে পৃথিবীর সেরা সিরোসিস বিশেষজ্ঞরা গবেষণা প্রবন্ধ উপস্থাপনসহ মতবিনিময় করবেন।   ডা. রফিকুল মাওলা আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের পৃষ্টপোষকতায় বিশ্বব্যাপী তরুণ উদীয়মান চর্ম রোগ, বিশেষ করে সোরিয়াসিস বিশেষজ্ঞদের মাস্টার ট্রেইনার এবং মেন্টর হিসেবে অনলাইন ক্লাস নিয়ে থাকেন। তা ছাড়া সোরিয়াসিস গবেষণার আন্তর্জাতিক অনেক প্রকল্পে সহ-গবেষক হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন।

আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলে যাচ্ছেন প্রথম বাংলাদেশি কাউন্সিলর ডা. রফিকুল

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) চর্ম ও যৌন রোগ বিভাগের সদ্য অবসরে যাওয়া বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুল মাওলা আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র গেছেন। 

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।  

তিনি আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের প্রথম বাংলাদেশি কাউন্সিলর। আগামী ২ থেকে ৭ ডিসেম্বর কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। 

যুক্তরাষ্ট্রের পর্তুরিকো অঙ্গরাজ্যে অনুষ্ঠিতব্য এবারের বার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘সোরিয়াসিস রোগের উপর শারীরিক ওজন বৃদ্ধি তথা স্থূলতার প্রভাব এবং করণীয়’। সম্মেলনে পৃথিবীর সেরা সিরোসিস বিশেষজ্ঞরা গবেষণা প্রবন্ধ উপস্থাপনসহ মতবিনিময় করবেন।  

ডা. রফিকুল মাওলা আন্তর্জাতিক সোরিয়াসিস কাউন্সিলের পৃষ্টপোষকতায় বিশ্বব্যাপী তরুণ উদীয়মান চর্ম রোগ, বিশেষ করে সোরিয়াসিস বিশেষজ্ঞদের মাস্টার ট্রেইনার এবং মেন্টর হিসেবে অনলাইন ক্লাস নিয়ে থাকেন। তা ছাড়া সোরিয়াসিস গবেষণার আন্তর্জাতিক অনেক প্রকল্পে সহ-গবেষক হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow