আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

তালা এমন একটি জিনিস, যা ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাসাবাড়ি, লাগেজ কিংবা বিভিন্ন জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তালার ব্যবহার হয় প্রতিদিন। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, বেশির ভাগ তালার নিচে একটি ছোট্ট ছিদ্র থাকে?  কখনো ভেবেছেন কেন এ ছিদ্রটি দেওয়া হয়? অনেকেরই এ বিষয়ে কোনো ধারণা নেই। আরও পড়ুন : শীতে গরম পানি পানের ৭ উপকারিতা আরও পড়ুন : নাশতার জন্য সেরা ১২ খাবার প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা প্রথম তালা-চাবির আবিষ্কার করেন। এরপর থেকে নানা নকশা ও আকারের তালা তৈরি হলেও এর মূল কাঠামোতে তেমন পরিবর্তন আসেনি। তালার নিচের এই ক্ষুদ্র ছিদ্রটির কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত তালাকে দীর্ঘদিন কার্যকর রাখতে সাহায্য করে। যেহেতু তালা সাধারণত দরজার বাইরের দিকে লাগানো থাকে, তাই রোদ, বৃষ্টি ও ধুলোবালি সহজেই এর ভেতরে ঢুকে যায়। এ ছোট ছিদ্রটির মাধ্যমে তালার ভেতরে জমে থাকা পানি ও অন্যান্য নোংরা পদার্থ বের হয়ে যায়, ফলে মরিচা পড়া থেকে তালা রক্ষা পায়। এ ছাড়া, তালা নষ্ট হলে মেকানিকরা অনেক সময় এই ছিদ্র দিয়ে চিকন তার প্রবেশ করিয়ে মেরামতের কাজ করেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদ

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

তালা এমন একটি জিনিস, যা ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাসাবাড়ি, লাগেজ কিংবা বিভিন্ন জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তালার ব্যবহার হয় প্রতিদিন। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, বেশির ভাগ তালার নিচে একটি ছোট্ট ছিদ্র থাকে? 

কখনো ভেবেছেন কেন এ ছিদ্রটি দেওয়া হয়? অনেকেরই এ বিষয়ে কোনো ধারণা নেই।

আরও পড়ুন : শীতে গরম পানি পানের ৭ উপকারিতা

আরও পড়ুন : নাশতার জন্য সেরা ১২ খাবার

প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা প্রথম তালা-চাবির আবিষ্কার করেন। এরপর থেকে নানা নকশা ও আকারের তালা তৈরি হলেও এর মূল কাঠামোতে তেমন পরিবর্তন আসেনি। তালার নিচের এই ক্ষুদ্র ছিদ্রটির কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত তালাকে দীর্ঘদিন কার্যকর রাখতে সাহায্য করে।

যেহেতু তালা সাধারণত দরজার বাইরের দিকে লাগানো থাকে, তাই রোদ, বৃষ্টি ও ধুলোবালি সহজেই এর ভেতরে ঢুকে যায়। এ ছোট ছিদ্রটির মাধ্যমে তালার ভেতরে জমে থাকা পানি ও অন্যান্য নোংরা পদার্থ বের হয়ে যায়, ফলে মরিচা পড়া থেকে তালা রক্ষা পায়। এ ছাড়া, তালা নষ্ট হলে মেকানিকরা অনেক সময় এই ছিদ্র দিয়ে চিকন তার প্রবেশ করিয়ে মেরামতের কাজ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত দরজার বাইরে তালা লাগানো থাকে। তাই বৃষ্টির সময় এতে পানি জমে ভেতরে মরিচা পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু তালার এ ছিদ্রটি তালাকে মরিচা পড়া থেকে রক্ষা করে এবং বছরের পর বছর স্থায়ী করে।

আরও পড়ুন : কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

আরও পড়ুন : ডায়েট সোডা কি সত্যিই নিরাপদ? গবেষণার ফল যা জানাচ্ছে

বর্ষাকালে যখনই তালায় পানি প্রবেশ করে, তখনই এর নিচে দেওয়া ছোট্ট ছিদ্র দিয়ে পানি বেরিয়ে আসে। এটি তালার ভেতরে মরিচা প্রতিরোধ করে।

তাই তালার নিচের এই ছোট ছিদ্র দেখতে তুচ্ছ মনে হলেও, এর কার্যকারিতা অনেক বড়। এটি না থাকলে কয়েক মাস পরপরই হয়তো আমাদের নতুন তালা কিনতে হতো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow