আবারও আইসিসিকে নতুন চিঠি দিল বিসিবি, জানা গেল বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আজ আরও একটি ই-মেইল পাঠিয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে এই চিঠি পাঠানো হয়। ই-মেইলে কেন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ বাংলাদেশের জন্য অনুকূল নয়, সে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছে বিসিবি। পাশাপাশি তাদের অবস্থানের পক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে। তবে এই চিঠির জবাব তাৎক্ষণিকভাবে পাওয়ার সম্ভাবনা নেই। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবে বিসিবি। এর আগে গত রোববার ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে আইসিসিকে একটি ই-মেইল পাঠায় বিসিবি। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর একটি নির্দেশনা। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশের পর তাকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার পরই বিসিবি তাদের অবস্থান আরও কঠোর করে। পরবর্তীতে মঙ্গলবার আইসিসি বিসিবি

আবারও আইসিসিকে নতুন চিঠি দিল বিসিবি, জানা গেল বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আজ আরও একটি ই-মেইল পাঠিয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে এই চিঠি পাঠানো হয়।

ই-মেইলে কেন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ বাংলাদেশের জন্য অনুকূল নয়, সে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছে বিসিবি। পাশাপাশি তাদের অবস্থানের পক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে।

তবে এই চিঠির জবাব তাৎক্ষণিকভাবে পাওয়ার সম্ভাবনা নেই। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবে বিসিবি।

এর আগে গত রোববার ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে আইসিসিকে একটি ই-মেইল পাঠায় বিসিবি। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর একটি নির্দেশনা। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশের পর তাকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার পরই বিসিবি তাদের অবস্থান আরও কঠোর করে।

পরবর্তীতে মঙ্গলবার আইসিসি বিসিবিকে একটি ফিরতি ই-মেইল পাঠায়, যেখানে নিরাপত্তা শঙ্কা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়। আজ বিসিবি সেই ই-মেইলেরই জবাব দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow