আবারও কি শিরোপাহীন মৌসুম কাটানোর পথে রোনালদোর আল নাসর?

সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা খেল আল নাসর। শীর্ষ প্রতিদ্বন্দ্বী আল হিলাল-এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থেকেও ৩–১ গোলে হেরে গেছে তারা। এই পরাজয়ের ফলে লিগ শিরোপা জয়ের আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেল—আর তাতেই প্রশ্ন উঠছে, আবারও কি ট্রফিহীন একটি মৌসুমের দিকে এগোচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো? ম্যাচের প্রথমার্ধে ছিল আল নাসরের দাপট। সুযোগ তৈরি করায় তারা এগিয়ে ছিল, আর ৪২ মিনিটে তারই প্রতিফলন ঘটে। ফরাসি উইঙ্গার কিংসলে কোমান-এর বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশে গোল করেন রোনালদো। এটি ছিল চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ১৬তম গোল। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই পুরো চিত্র বদলে যায়। ৫৭ মিনিটে বক্সে মালকমকে ফেলে পেনাল্টি দেন মোহাম্মদ সিমাকান। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান সালেম আল দাউসারি। এরপরই আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। গোলকিপার নাওয়াফ আল আকিদির সঙ্গে সংঘর্ষের পর মাটিতে লুটিয়ে পড়েন রুবেন নেভেস। ভিএআর পর্যালোচনায় হলুদ কার্ড বদলে লাল কার্ড দেখানো হয় আল আকিদিকে। ১০ জনে নেমে পড়ে আল নাসর। সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে দেরি করেনি আল হিলাল। ৮১ মিনিটে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ কা

আবারও কি শিরোপাহীন মৌসুম কাটানোর পথে রোনালদোর আল নাসর?

সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা খেল আল নাসর। শীর্ষ প্রতিদ্বন্দ্বী আল হিলাল-এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থেকেও ৩–১ গোলে হেরে গেছে তারা। এই পরাজয়ের ফলে লিগ শিরোপা জয়ের আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেল—আর তাতেই প্রশ্ন উঠছে, আবারও কি ট্রফিহীন একটি মৌসুমের দিকে এগোচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো?

ম্যাচের প্রথমার্ধে ছিল আল নাসরের দাপট। সুযোগ তৈরি করায় তারা এগিয়ে ছিল, আর ৪২ মিনিটে তারই প্রতিফলন ঘটে। ফরাসি উইঙ্গার কিংসলে কোমান-এর বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশে গোল করেন রোনালদো। এটি ছিল চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ১৬তম গোল।

কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই পুরো চিত্র বদলে যায়। ৫৭ মিনিটে বক্সে মালকমকে ফেলে পেনাল্টি দেন মোহাম্মদ সিমাকান। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান সালেম আল দাউসারি। এরপরই আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। গোলকিপার নাওয়াফ আল আকিদির সঙ্গে সংঘর্ষের পর মাটিতে লুটিয়ে পড়েন রুবেন নেভেস। ভিএআর পর্যালোচনায় হলুদ কার্ড বদলে লাল কার্ড দেখানো হয় আল আকিদিকে। ১০ জনে নেমে পড়ে আল নাসর।

সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে দেরি করেনি আল হিলাল। ৮১ মিনিটে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ কান্নো। যোগ করা সময়ে আবারও পেনাল্টি—এবার গোল করেন রুবেন নেভেস নিজেই। ৩–১ গোলের এই জয়ে কার্যত শিরোপার পথে বড় এক ধাপ এগিয়ে যায় আল হিলাল।

এই হারে ১৪ ম্যাচ শেষে লিগ টেবিলে আল হিলালের থেকে সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, সৌদি আরবে যোগ দেওয়ার তিন বছর পার হলেও এখনো বড় কোনো ট্রফি জিততে পারেননি রোনালদো।

ম্যাচের নায়ক ছিলেন রুবেন নেভেস—একটি গোল, একটি অ্যাসিস্ট এবং প্রতিপক্ষ গোলকিপারকে লাল কার্ড দেখাতে বড় ভূমিকা রাখেন তিনি। অন্যদিকে আল নাসরের জন্য সবচেয়ে হতাশার নাম আল আকিদি; তার লাল কার্ডই ম্যাচ থেকে ছিটকে দেয় দলকে।

সব মিলিয়ে, শিরোপার লড়াইয়ে এই হার আল নাসরের জন্য শুধু একটি ম্যাচ হার নয়—বরং পুরো মৌসুমের সম্ভাবনাকেই প্রশ্নের মুখে ফেলেছে। এখন প্রশ্ন একটাই—রোনালদোর আল নাসর কি আবারও ট্রফি ছোঁয়া ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছে?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow