আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

বলিউডের ফিটনেস কুইন মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের ইতি টানার পর কিছুদিন আড়ালে ছিলেন তিনি। তবে প্রেম কি আর গোপন থাকে? এবার এক তরুণ হীরা ব্যবসায়ীর সঙ্গে নাম জড়িয়ে ফের শিরোনামে এলেন এই অভিনেত্রী। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মালাইকা ও তার কথিত প্রেমিক হর্ষ মেহতাকে ঘিরে নতুন করে গুঞ্জন দানা বেঁধেছে। গত বুধবার বিকেলে প্রায় একই সময়ে বিমানবন্দরের টার্মিনালে দেখা যায় তাদের। যদিও পাপারাৎজিদের এড়াতে দুজনে আলাদাভাবে বের হওয়ার কৌশল নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মালাইকা টার্মিনাল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরিহিত অবস্থায় বের হন হর্ষ। ক্যামেরার লেন্স এড়াতে চাইলেও শেষরক্ষা হয়নি। পার্কিং এরিয়ায় গিয়ে দুজনকেই একই গাড়িতে উঠতে দেখা যায়। মালাইকা গাড়িতে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই হর্ষ সেই গাড়িতে উঠে বসেন। এই দৃশ্য তাদের প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করেছে। জানা গেছে, মালাইকার এই নতুন সঙ্গীর নাম হর্ষ মেহতা। পেশায় তিনি একজন হীরা ব্যবসায়ী। এর আগে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে তাদের দুজনকে প্রথম এ

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

বলিউডের ফিটনেস কুইন মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের ইতি টানার পর কিছুদিন আড়ালে ছিলেন তিনি। তবে প্রেম কি আর গোপন থাকে? এবার এক তরুণ হীরা ব্যবসায়ীর সঙ্গে নাম জড়িয়ে ফের শিরোনামে এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মালাইকা ও তার কথিত প্রেমিক হর্ষ মেহতাকে ঘিরে নতুন করে গুঞ্জন দানা বেঁধেছে। গত বুধবার বিকেলে প্রায় একই সময়ে বিমানবন্দরের টার্মিনালে দেখা যায় তাদের। যদিও পাপারাৎজিদের এড়াতে দুজনে আলাদাভাবে বের হওয়ার কৌশল নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালাইকা টার্মিনাল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরিহিত অবস্থায় বের হন হর্ষ। ক্যামেরার লেন্স এড়াতে চাইলেও শেষরক্ষা হয়নি। পার্কিং এরিয়ায় গিয়ে দুজনকেই একই গাড়িতে উঠতে দেখা যায়। মালাইকা গাড়িতে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই হর্ষ সেই গাড়িতে উঠে বসেন। এই দৃশ্য তাদের প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

জানা গেছে, মালাইকার এই নতুন সঙ্গীর নাম হর্ষ মেহতা। পেশায় তিনি একজন হীরা ব্যবসায়ী। এর আগে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে তাদের দুজনকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল। মূলত সেই কনসার্টের পর থেকেই বি-টাউনে তাদের ঘনিষ্ঠতার খবর চাউর হতে থাকে।

অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। তবে হর্ষ মেহতার সঙ্গে বিমানবন্দরের এই দৃশ্য এবং একই গাড়িতে প্রস্থান—নেটিজেনদের জল্পনাকে যেন বাস্তবে রূপ দিল। যদিও সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি মালাইকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow