‘আমরা সবাই হাদি হব’: হাদি হত্যার প্রতিবাদে এক কণ্ঠে ছাত্রসমাজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, গায়েবানা জানাজা, সড়ক অবরোধ ও শপথ পাঠ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।