আমরা সম্মান হিসাবে উপহার দেই, এর বিনিময়ে ভোট চাই না: সালাউদ্দিন আলমগীর
দানবীর সালাউদ্দিন আলমগীর বলেছেন, “আমরা আপনাদের সম্মান হিসাবে উপহার দেই। এর বিনিময়ে কখনো ভোট দেবেন না। আমার দেওয়া উপহারের বিনিময়ে যদি কেউ আমার জন্য ভোট চাইতে আসে, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন। ভোট আপনার—যাকে ভালো লাগে তাকেই দেবেন।” শনিবার (২৯ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমি গত ২০–২৫ বছর ধরে বাসাইল–সখীপুরবাসীর পাশে আছি। সাধ্য অনুযায়ী শীতবস্ত্র, হুইলচেয়ার, ঈদ উপহার, চিকিৎসা সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা সহযোগিতা দিয়ে আসছি। বর্তমানে সখীপুর ও বাসাইলে শীতবস্ত্র বিতরণ চলছে।” বক্তব্যে তিনি আরও যোগ করেন, “আমি নির্বাচনে দাঁড়ালেও আপনাদের পাশে আছি, না দাঁড়ালেও আপনাদের পাশে থাকবো।” জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনার ভোটে শুধু জনপ্রতিনিধি নয়, নির্ধারিত হবে বাসাইল–সখীপুরের ভবিষ্যৎ। তাই আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন।” বিকেল থেকে রাত পর্যন্ত তিনি দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু, দাড়িয়াপুর, আকন্দপাড়া, গড়গোবিন্দপুরের জায়েদা মার্কেটসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় অংশ নেন। এসময় স্থানীয়
দানবীর সালাউদ্দিন আলমগীর বলেছেন, “আমরা আপনাদের সম্মান হিসাবে উপহার দেই। এর বিনিময়ে কখনো ভোট দেবেন না। আমার দেওয়া উপহারের বিনিময়ে যদি কেউ আমার জন্য ভোট চাইতে আসে, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন। ভোট আপনার—যাকে ভালো লাগে তাকেই দেবেন।”
শনিবার (২৯ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি গত ২০–২৫ বছর ধরে বাসাইল–সখীপুরবাসীর পাশে আছি। সাধ্য অনুযায়ী শীতবস্ত্র, হুইলচেয়ার, ঈদ উপহার, চিকিৎসা সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা সহযোগিতা দিয়ে আসছি। বর্তমানে সখীপুর ও বাসাইলে শীতবস্ত্র বিতরণ চলছে।”
বক্তব্যে তিনি আরও যোগ করেন, “আমি নির্বাচনে দাঁড়ালেও আপনাদের পাশে আছি, না দাঁড়ালেও আপনাদের পাশে থাকবো।”
জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনার ভোটে শুধু জনপ্রতিনিধি নয়, নির্ধারিত হবে বাসাইল–সখীপুরের ভবিষ্যৎ। তাই আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন।”
বিকেল থেকে রাত পর্যন্ত তিনি দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু, দাড়িয়াপুর, আকন্দপাড়া, গড়গোবিন্দপুরের জায়েদা মার্কেটসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় অংশ নেন। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে পথসভাগুলো উৎসবমুখর পরিবেশ ধারণ করে।
পথসভায় সালাউদ্দিন আলমগীর স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
প্রসঙ্গত, জনগণের ব্যাপক চাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।
What's Your Reaction?