আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি
বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিয়ে গেছেন। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। পালানোর পথে তিনি সোমালিল্যান্ড ব্যবহার করেছেন বলে দাবি করা হয়েছে। জোটের বিবৃতিতে বলা হয়, বুধবার গভীর রাতে আল-জুবাইদি ইয়েমেনের এডেন বন্দর থেকে একটি নৌকায় করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে যান। সেখান থেকে তিনি ইউএই কর্মকর্তাদের সঙ্গে একটি বিমানে ওঠেন। বিমানটি প্রথমে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে যায়। এরপর ওমান উপসাগরের আকাশপথে উড়ার সময় কিছুক্ষণ বিমানের পরিচয় শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রাখা হয়। পরে আবুধাবির আল-রিফ সামরিক বিমানবন্দরে পৌঁছানোর প্রায় ১০ মিনিট আগে আবার সেটি চালু করা হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, এভাবে গোপনে দেশ ছাড়ার মাধ্যমে আল-জুবাইদি শান্তি প্রক্রিয়া এড়িয়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।
বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিয়ে গেছেন।
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। পালানোর পথে তিনি সোমালিল্যান্ড ব্যবহার করেছেন বলে দাবি করা হয়েছে।
জোটের বিবৃতিতে বলা হয়, বুধবার গভীর রাতে আল-জুবাইদি ইয়েমেনের এডেন বন্দর থেকে একটি নৌকায় করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে যান। সেখান থেকে তিনি ইউএই কর্মকর্তাদের সঙ্গে একটি বিমানে ওঠেন।
বিমানটি প্রথমে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে যায়। এরপর ওমান উপসাগরের আকাশপথে উড়ার সময় কিছুক্ষণ বিমানের পরিচয় শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রাখা হয়। পরে আবুধাবির আল-রিফ সামরিক বিমানবন্দরে পৌঁছানোর প্রায় ১০ মিনিট আগে আবার সেটি চালু করা হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের দাবি, এভাবে গোপনে দেশ ছাড়ার মাধ্যমে আল-জুবাইদি শান্তি প্রক্রিয়া এড়িয়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।
What's Your Reaction?