আমি একা থাকতে দারুণ উপভোগ করি: অক্ষয় খান্না

বলিউডের আলো ঝলমলে দুনিয়ার এক রহস্যময় নাম অক্ষয় খান্না। ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রেখেও বহু ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। এবার সেই নীরবতা ভেঙেই চিরকুমার থাকার কারণ নিয়ে মুখ খুললেন এই নীরব অভিনেতা। পুরোনো সাক্ষাৎকারে নিজেকে ‘নিরাশাবাদী রোমান্টিক’ বলে বর্ণনা করা অক্ষয়ের সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছে বি-টাউনে, যেন প্রকাশ্যে এলো তার জীবনের বহুদিনের গোপন অধ্যায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একসময় অক্ষয় বিবাহিত জীবনের স্বপ্ন দেখতেন এবং কেমন জীবনসঙ্গী চান, সে বিষয়েও তার সুস্পষ্ট ধারণা ছিল। সেই সময়ে তার আশা ছিল যে সঠিক মানুষটিকে খুঁজে নিয়ে তিনি একদিন ঠিকই গাঁটছড়া বাঁধবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই ভাবনা সম্পূর্ণ পাল্টে গেছে।  বর্তমান জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে অক্ষয় এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় না যে আমি বিয়ে করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বিয়ের জন্য উপযুক্ত নই। আমি সেই ধরনের জীবনের জন্য তৈরি নই।’ অভিনেতা আরও বলেন, ‘বিয়ে একটি অত্যন্ত গুরুতর প্রতিশ্রুতি। এর জন্য জীবনযাত্রায় একটি চরম পরিবর্তন আনতে হয়, যা তিনি মেনে নিতে প্রস্তু

আমি একা থাকতে দারুণ উপভোগ করি: অক্ষয় খান্না
বলিউডের আলো ঝলমলে দুনিয়ার এক রহস্যময় নাম অক্ষয় খান্না। ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রেখেও বহু ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। এবার সেই নীরবতা ভেঙেই চিরকুমার থাকার কারণ নিয়ে মুখ খুললেন এই নীরব অভিনেতা। পুরোনো সাক্ষাৎকারে নিজেকে ‘নিরাশাবাদী রোমান্টিক’ বলে বর্ণনা করা অক্ষয়ের সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছে বি-টাউনে, যেন প্রকাশ্যে এলো তার জীবনের বহুদিনের গোপন অধ্যায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একসময় অক্ষয় বিবাহিত জীবনের স্বপ্ন দেখতেন এবং কেমন জীবনসঙ্গী চান, সে বিষয়েও তার সুস্পষ্ট ধারণা ছিল। সেই সময়ে তার আশা ছিল যে সঠিক মানুষটিকে খুঁজে নিয়ে তিনি একদিন ঠিকই গাঁটছড়া বাঁধবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই ভাবনা সম্পূর্ণ পাল্টে গেছে।  বর্তমান জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে অক্ষয় এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় না যে আমি বিয়ে করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বিয়ের জন্য উপযুক্ত নই। আমি সেই ধরনের জীবনের জন্য তৈরি নই।’ অভিনেতা আরও বলেন, ‘বিয়ে একটি অত্যন্ত গুরুতর প্রতিশ্রুতি। এর জন্য জীবনযাত্রায় একটি চরম পরিবর্তন আনতে হয়, যা তিনি মেনে নিতে প্রস্তুত নন।’ নিজের অবিবাহিত থাকার কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি এখন আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হতে ভয় পাই। আগে এমন ছিলাম না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি সম্পর্কের বিষয়ে আরও সতর্ক হয়ে গিয়েছি। এর প্রধান কারণ হলো, আমি একা থাকতে দারুণ উপভোগ করি।’ তবে ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত যাই হোক, পেশাগত সাফল্যে এখন উজ্জ্বল অধ্যায়ের মধ্যেই আছেন অক্ষয় খান্না। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমায় তার সংযত অথচ শক্তিশালী অভিনয় নতুন করে মনে করিয়ে দিয়েছে ভারতের মূলধারার সিনেমায় তিনি এখনও অনন্য, অপরিবর্তনীয় এক উপস্থিতি। সামনে আরও কয়েকটি বড় প্রকল্প হাতে রয়েছে তার। ফলে সময়ই বলে দেবে, অভিনয়ের এই ধারাবাহিক সাফল্য কি তাকে পর্দার বাইরের জীবনেও নতুন কোনো অধ্যায়ে নিয়ে যাবে কি না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow