আমি প্রেম করছি: বাঁধন

নীরবতার আড়াল ভেঙে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের জনপ্রিয় আজমেরী হক বাঁধন। পর্দার শক্তিশালী উপস্থিতি আর স্পষ্টভাষী মন্তব্যে যিনি বরাবরই আলো ছড়ান, সেই অভিনেত্রী এবার শিরোনামে ব্যক্তিজীবনের এক গোপন অধ্যায় নিয়ে। একা থাকার অধ্যায় নাকি শেষ—প্রেম করছেন তিনি। তবে কে সেই মানুষ, যার হাত ধরে নতুন পথে হাঁটছেন বাঁধন, সে রহস্য আপাতত রেখে দিলেন নিজের কাছেই। সম্প্রতি বাঁধন একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা আলোচনা করছেন।  প্রকাশিত সেই পডকাস্টে তিনি জানান,  এখন আর একা নেই তিনি, জীবনে প্রবেশ ঘটেছে নতুন মানুষের। উপস্থাপকের প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, ‘আমি প্রেম করছি। তবে কার সঙ্গে করছি, সেটি এখনই বলতে পারছি না—নিষেধ আছে। না হলে, সবই বলে দিতে পারতাম। কারণ, আমি ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করতে পছন্দ করি না।’ এরপর নিজের কাজ নিয়ে বাঁধন জানান, অভিনয়ে তিনি আরও বেশি মনোযোগী হতে চান। সামনে পর্দায় নিজেকে আরও ভাঙতে চান। চরিত্রনির্ভর কাজগুলোতে অভিনয়ের সুযোগ এলে নিজের সর্বোচ্চটা দিতে চান এই অভিনেত্রী। বর্তমানে বাঁধন ব্যস্ত আছেন নতুন একটি সিনেমা নিয়ে। পরিচালক তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রে

আমি প্রেম করছি: বাঁধন

নীরবতার আড়াল ভেঙে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের জনপ্রিয় আজমেরী হক বাঁধন। পর্দার শক্তিশালী উপস্থিতি আর স্পষ্টভাষী মন্তব্যে যিনি বরাবরই আলো ছড়ান, সেই অভিনেত্রী এবার শিরোনামে ব্যক্তিজীবনের এক গোপন অধ্যায় নিয়ে। একা থাকার অধ্যায় নাকি শেষ—প্রেম করছেন তিনি। তবে কে সেই মানুষ, যার হাত ধরে নতুন পথে হাঁটছেন বাঁধন, সে রহস্য আপাতত রেখে দিলেন নিজের কাছেই।
সম্প্রতি বাঁধন একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা আলোচনা করছেন। 

প্রকাশিত সেই পডকাস্টে তিনি জানান,  এখন আর একা নেই তিনি, জীবনে প্রবেশ ঘটেছে নতুন মানুষের। উপস্থাপকের প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, ‘আমি প্রেম করছি। তবে কার সঙ্গে করছি, সেটি এখনই বলতে পারছি না—নিষেধ আছে। না হলে, সবই বলে দিতে পারতাম। কারণ, আমি ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করতে পছন্দ করি না।’

এরপর নিজের কাজ নিয়ে বাঁধন জানান, অভিনয়ে তিনি আরও বেশি মনোযোগী হতে চান। সামনে পর্দায় নিজেকে আরও ভাঙতে চান। চরিত্রনির্ভর কাজগুলোতে অভিনয়ের সুযোগ এলে নিজের সর্বোচ্চটা দিতে চান এই অভিনেত্রী।

বর্তমানে বাঁধন ব্যস্ত আছেন নতুন একটি সিনেমা নিয়ে। পরিচালক তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় তাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এর চিত্রনাট্য লিখেছেন সায়মুল ও স্বাধীন। এ ছাড়া তার অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। সেখানে সিনেমাটি আগামী ২, ৪ ও ৭ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow