আমি বিবাহিত নই : বিন্দু
দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছিলেন লাখো দর্শক হৃদয়। কিন্তু ২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান তিনি। বিয়ের পর অভিনয়ে নিয়মিত না থাকায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটি-মহলে শুরু হয় নানা রকম গুঞ্জন। আর অবশেষে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন এই সুন্দরী। সম্প্রতি দেশীয় গণমাধ্যমের এক পডকাস্টে এ বিষয়ে কথা বলেন বিন্দু। দাম্পত্য জীবন নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ কবে, এই প্রশ্নে তিনি জানান, ২০২২ সালে। বিয়ের অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিন্দু বলেন, আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর কারণেই অনেকে এখনো তাকে বিবাহিত মনে করেন। তবে স্পষ্ট করে তিনি বলেন, তিনি বিবাহিত নন। বিন্দু বলেন, সংসারের সময়টা খুব দীর্ঘ ছিল না, তবে মাঝখানে দীর্ঘ এক বিচ্ছেদের সময় পার করতে হয়েছে। ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি তা প্রকাশ না করার সিদ্ধান্তের কথা বলেন। অন্য একজনের জীবনের সঙ্গে বিষয়টি জড়িত উল্লেখ করে তিনি জানান, সম্মানের জ
দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছিলেন লাখো দর্শক হৃদয়। কিন্তু ২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান তিনি। বিয়ের পর অভিনয়ে নিয়মিত না থাকায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটি-মহলে শুরু হয় নানা রকম গুঞ্জন। আর অবশেষে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন এই সুন্দরী।
সম্প্রতি দেশীয় গণমাধ্যমের এক পডকাস্টে এ বিষয়ে কথা বলেন বিন্দু।
দাম্পত্য জীবন নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ কবে, এই প্রশ্নে তিনি জানান, ২০২২ সালে।
বিয়ের অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিন্দু বলেন, আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর কারণেই অনেকে এখনো তাকে বিবাহিত মনে করেন। তবে স্পষ্ট করে তিনি বলেন, তিনি বিবাহিত নন।
বিন্দু বলেন, সংসারের সময়টা খুব দীর্ঘ ছিল না, তবে মাঝখানে দীর্ঘ এক বিচ্ছেদের সময় পার করতে হয়েছে। ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি তা প্রকাশ না করার সিদ্ধান্তের কথা বলেন।
অন্য একজনের জীবনের সঙ্গে বিষয়টি জড়িত উল্লেখ করে তিনি জানান, সম্মানের জায়গা থেকেই তিনি কারণ ব্যাখ্যা করতে চান না।
অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে বিন্দু বলেন, ‘এতে কোনো চাপ ছিল না। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সংসারে সময় দেওয়ার জন্য কাজ থেকে সরে দাঁড়াতে। তার মতে, একজন সাধারণ মানুষের মতো পারিবারিক জীবন যাপন করার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত এসেছিল।’
২০১৪ সালের অক্টোবরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মিডিয়া ছাড়েন আফসান আরা বিন্দু। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে একটি ম্যারাথনে তাকে দেখা গেলেও অভিনয়ে নিয়মিত ফেরেননি।
এরপর ২০২২ সালে আরিফিন শুভর সঙ্গে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করলেও এরপর তাকে আর দেখা যায়নি।
উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপের মাধ্যমে মিডিয়ায় পরিচিতি পান বিন্দু। পরে অসংখ্য নাটক ও সিনেমায় কাজ করেন তিনি। তবে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন বিন্দু।
What's Your Reaction?