আরও পরিস্কার হলো হাসনাত আবদুল্লাহর পথ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে নামলেন জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান। শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়ে তিনি ভোটারদের জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে শাপলা কলি প্রতীকের গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গণসংযোগকালে মাওলানা মজিবুর রহমান বলেন, “আমি খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলাম। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্তের কারণে আমি প্রার্থীতা প্রত্যাহার করিনি। তবে এখন দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই একসঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মাঠে নেমেছি।” তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের জোটের প্রতীক শাপলা কলিকে বিজয়ী করে ঘরে ফিরব। এই আসনে ইসলামী ও

আরও পরিস্কার হলো হাসনাত আবদুল্লাহর পথ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে নামলেন জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান। শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়ে তিনি ভোটারদের জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে শাপলা কলি প্রতীকের গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগকালে মাওলানা মজিবুর রহমান বলেন, “আমি খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলাম। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্তের কারণে আমি প্রার্থীতা প্রত্যাহার করিনি। তবে এখন দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই একসঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মাঠে নেমেছি।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের জোটের প্রতীক শাপলা কলিকে বিজয়ী করে ঘরে ফিরব। এই আসনে ইসলামী ও দেশপ্রেমিক শক্তির বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে এক হয়ে কাজ করতে হবে।”

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে সময় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে পরবর্তীতে জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে তিনি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একক প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানান এবং নিজে সরাসরি প্রচারণায় অংশ নেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, খেলাফত মজলিস প্রার্থীর সমর্থনে মাঠে নামায় কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রচারণা আরও জোরদার হয়েছে। এতে ভোটের মাঠে জোটের অবস্থান শক্তিশালী হবে বলে তারা আশা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow