আরও বড় করে নির্মাণ হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউরের ভাস্কর্য
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালের পুনর্নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থেই ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার বিষয় নেই। নকশা ও কাঠামো অনুসরণ করে ম্যুরালটি পুনরায় নির্মাণ করা হবে এবং আগের চেয়ে বড়ো করা হবে। এতে করে আরও দূর থেকে ম্যুরালটি ভালোভাবে দেখা যাবে। পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক প্রশ্বস্তকরণ কাজ চলমান। আমরা প্রথমে চেয়েছিলাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি রেখেই উন্নয়ন কাজ যেন করা হয়। কিন্তু ম্যুরালটি সড়কের মাঝখানে পড়ে যায়। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেই ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। তিনি বলেন, আজ ম্যুরালটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আগের নকশা অনুযায়ী পুনর্নির্মাণের জন্য
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালের পুনর্নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থেই ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার বিষয় নেই। নকশা ও কাঠামো অনুসরণ করে ম্যুরালটি পুনরায় নির্মাণ করা হবে এবং আগের চেয়ে বড়ো করা হবে। এতে করে আরও দূর থেকে ম্যুরালটি ভালোভাবে দেখা যাবে।
পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক প্রশ্বস্তকরণ কাজ চলমান। আমরা প্রথমে চেয়েছিলাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি রেখেই উন্নয়ন কাজ যেন করা হয়। কিন্তু ম্যুরালটি সড়কের মাঝখানে পড়ে যায়। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেই ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে।
তিনি বলেন, আজ ম্যুরালটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আগের নকশা অনুযায়ী পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চের আগেই নির্মাণকাজ শেষ করা হবে বলে আশা করছি।
এ বিষয়ে জানতে ঢাকা-সিলেট করিডোর রোড বিনিয়োগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ (ইই আরএইচডি) মাহবুব-ই-এলাহীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠালেও কোনো জবাব মেলেনি।
এর আগে, গত ২০ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি অপসারণ করা হয়।
What's Your Reaction?