আরও ২০৬ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে ১৫টি ব্যাংকের কাছ থেকে আরও ২০৬ মিলিয়ন বা ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। কাটঅফ মূল্যও ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি জানুয়ারিতে ৬১৭ মিলিয়ন বা ৬১ কোটি ৭০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থবছরে ১৩ জুলাই থেকে ডলার কেনা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট ৩৭৫ কোটি ২৫ লাখ বা ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

আরও ২০৬ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে ১৫টি ব্যাংকের কাছ থেকে আরও ২০৬ মিলিয়ন বা ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। কাটঅফ মূল্যও ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি জানুয়ারিতে ৬১৭ মিলিয়ন বা ৬১ কোটি ৭০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থবছরে ১৩ জুলাই থেকে ডলার কেনা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট ৩৭৫ কোটি ২৫ লাখ বা ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow