‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ
প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর এবার নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে আসতে চলেছেন চলচ্চিত্র পরিচালক হিমেল আশরাফ। তার এই নতুন সিনেমাটি প্রযোজনা করতে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা এ আই’। তবে এখন পর্যন্ত সিনেমাটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি নির্মাতা। গল্প, অভিনয়শিল্পী, শুটিং লোকেশন কিংবা মুক্তির সময়—সবই রাখা হয়েছে কঠোর গোপনীয়তায়। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ‘আলফা এ আই’ এর ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই পোস্টটি নিজের সোশ্যাল হ্যান্ডেল ওয়ালে শেয়ার করে আলোচনায় আসেন হিমেল আশরাফ। তবে শাহরিয়ার শাকিল সিনেমা নিয়ে বলেন, তুফান এবং দমকেও হার মানাবে আসন্ন এই সিনেমা। ছবিটির গল্প এবং বাজেট তুফান ও দমকেও হার মানাবে এমনটিই জানালেন প্রযোজক। ইন্ডাস্ট্রির একাংশ মনে করছেন, আগের কাজের সাফল্যের পর আরও বড় পরিসরে ও ভিন্ন স্বাদের কিছু উপহার দিতেই এমন নীরব কৌশল নিয়েছেন হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ দিয়ে তিনি যে দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন, তার ধারাবাহিকতায় এই নতুন সিনেমা নিয়েও সিনেপ্রেমীদের প্রত্যাশা
প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর এবার নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে আসতে চলেছেন চলচ্চিত্র পরিচালক হিমেল আশরাফ। তার এই নতুন সিনেমাটি প্রযোজনা করতে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা এ আই’। তবে এখন পর্যন্ত সিনেমাটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি নির্মাতা। গল্প, অভিনয়শিল্পী, শুটিং লোকেশন কিংবা মুক্তির সময়—সবই রাখা হয়েছে কঠোর গোপনীয়তায়।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ‘আলফা এ আই’ এর ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই পোস্টটি নিজের সোশ্যাল হ্যান্ডেল ওয়ালে শেয়ার করে আলোচনায় আসেন হিমেল আশরাফ।
তবে শাহরিয়ার শাকিল সিনেমা নিয়ে বলেন, তুফান এবং দমকেও হার মানাবে আসন্ন এই সিনেমা। ছবিটির গল্প এবং বাজেট তুফান ও দমকেও হার মানাবে এমনটিই জানালেন প্রযোজক।
ইন্ডাস্ট্রির একাংশ মনে করছেন, আগের কাজের সাফল্যের পর আরও বড় পরিসরে ও ভিন্ন স্বাদের কিছু উপহার দিতেই এমন নীরব কৌশল নিয়েছেন হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ দিয়ে তিনি যে দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন, তার ধারাবাহিকতায় এই নতুন সিনেমা নিয়েও সিনেপ্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে।
নির্মাতার মতো প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা এ আই’ও বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে। ফলে সিনেমাপ্রেমীদের অপেক্ষা এখন কেবল সময়ের—কবে প্রকাশ্যে আসবে হিমেল আশরাফের নতুন সিনেমার চমকপ্রদ সব তথ্য।
What's Your Reaction?