আ.লীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে হামলা শিকার, আহত ৩ পুলিশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন— গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল। তারা বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ বাগদা বাজার এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বাড়ির ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাদের ওপর হামলা ও মারধর করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলার খবর পেয়ে গাইবান্ধা জেলা পুল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন— গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল। তারা বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ বাগদা বাজার এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালায়।
এ সময় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বাড়ির ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাদের ওপর হামলা ও মারধর করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলার খবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরাও এলাকায় তল্লাশি অভিযান চালান। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে রোববার রাত ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?