আ.লীগ নেত্রীকে আটকের সময় পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

রাজধানীর মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিককে তার বাসায় আটক করতে গেলে এ হামলার শিকার হন তারা। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাদের সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত ছিল বলে অভিযোগ করেন আহতরা। এদিকে হামলার ঘটনার পর রাতেই আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল জড়িত বলে দাবি করে তাদের দ্রুত বিচার দাবি করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

আ.লীগ নেত্রীকে আটকের সময় পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

রাজধানীর মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিককে তার বাসায় আটক করতে গেলে এ হামলার শিকার হন তারা।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাদের সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত ছিল বলে অভিযোগ করেন আহতরা।

এদিকে হামলার ঘটনার পর রাতেই আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল জড়িত বলে দাবি করে তাদের দ্রুত বিচার দাবি করেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow