আলোনসোকে বরখাস্ত করার পরও রিয়ালের সমস্যা সহজেই শেষ হচ্ছে না
মাত্র সাত মাসের মাথায় জাবি আলোনসোকে বিদায় জানিয়েছে রিয়াল মাদ্রিদ। সুপারকোপা ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরই নেওয়া হয় এই সিদ্ধান্ত। তবে প্রশ্ন উঠছে—এই বিদায় কি সত্যিই রিয়াল মাদ্রিদের গভীর সমস্যাগুলোর সমাধান করবে? আলোনসোর অধীনে রিয়াল লা লিগায় শীর্ষস্থান থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে ছিল, চ্যাম্পিয়ন্স লিগে ছিল টপ-৮-এর ভেতরে এবং কোপা দেল রেতে এখনো লড়াইয়ে। সুপারকোপা ফাইনালে শেষ মুহূর্তে আলভারো কারেরাস ও রাউল আসেনসিওর মিস না হলে ম্যাচ গড়াতে পারত টাইব্রেকারে। তবু বার্সার কাছে ট্রফি হারানোই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় আলোনসোর জন্য। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের শাসনামলে বার্সেলোনার বিপক্ষে বড় ম্যাচে হারকে ‘মারাত্মক অপরাধ’ হিসেবেই দেখা হয়। এর আগেও একাধিক কোচ একই কারণে দ্রুত বিদায় নিয়েছেন। আলোনসোর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আলোনসোর বিরুদ্ধে অভিযোগের তালিকায় ছিল আরও কিছু বিষয়। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে প্রকাশ্য অস্বস্তিকর মুহূর্ত, কিছু ম্যাচে ধারাবাহিকতার অভাব এবং ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতিতে পুরোপুরি মানিয়ে নিতে না পারা। বিশেষ করে মিডিয়া ও প্রেস কনফারেন্সে তার সংযত ও দূরত্ব বজায় রাখা আচর
মাত্র সাত মাসের মাথায় জাবি আলোনসোকে বিদায় জানিয়েছে রিয়াল মাদ্রিদ। সুপারকোপা ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরই নেওয়া হয় এই সিদ্ধান্ত। তবে প্রশ্ন উঠছে—এই বিদায় কি সত্যিই রিয়াল মাদ্রিদের গভীর সমস্যাগুলোর সমাধান করবে?
আলোনসোর অধীনে রিয়াল লা লিগায় শীর্ষস্থান থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে ছিল, চ্যাম্পিয়ন্স লিগে ছিল টপ-৮-এর ভেতরে এবং কোপা দেল রেতে এখনো লড়াইয়ে। সুপারকোপা ফাইনালে শেষ মুহূর্তে আলভারো কারেরাস ও রাউল আসেনসিওর মিস না হলে ম্যাচ গড়াতে পারত টাইব্রেকারে। তবু বার্সার কাছে ট্রফি হারানোই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় আলোনসোর জন্য।
রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের শাসনামলে বার্সেলোনার বিপক্ষে বড় ম্যাচে হারকে ‘মারাত্মক অপরাধ’ হিসেবেই দেখা হয়। এর আগেও একাধিক কোচ একই কারণে দ্রুত বিদায় নিয়েছেন। আলোনসোর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।
আলোনসোর বিরুদ্ধে অভিযোগের তালিকায় ছিল আরও কিছু বিষয়। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে প্রকাশ্য অস্বস্তিকর মুহূর্ত, কিছু ম্যাচে ধারাবাহিকতার অভাব এবং ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতিতে পুরোপুরি মানিয়ে নিতে না পারা। বিশেষ করে মিডিয়া ও প্রেস কনফারেন্সে তার সংযত ও দূরত্ব বজায় রাখা আচরণ পেরেজঘনিষ্ঠ মহলে ভালোভাবে নেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে।
তবে বিস্ময়ের বিষয়, স্প্যানিশ সংবাদমাধ্যমের বড় একটি অংশও এই বরখাস্তে অবাক। ম্যাচের পর শিরোনামগুলোতে আলোনসোর কৌশল বা দায় নিয়ে তেমন প্রশ্ন তোলা হয়নি। বরং অনেক বিশ্লেষকই মনে করেন, দল ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল এবং খেলোয়াড়দের বড় অংশই কোচের পাশে ছিল।
বিশ্লেষকদের মতে, রিয়ালের সমস্যার মূল জায়গা কোচিং বেঞ্চে নয়—বরং ক্লাব পরিচালনার দীর্ঘদিনের চাপ, প্রত্যাশার অস্বাভাবিক মাত্রা এবং বার্সেলোনার সাফল্য মেনে নিতে না পারার মানসিকতায়। আলোনসোকে সরিয়ে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে আলভারো আরবেলোয়াকে, কিন্তু এতে কাঠামোগত সমস্যাগুলো থেকেই যাচ্ছে।
সবশেষে বলা যায়, আলোনসো নিখুঁত ছিলেন না—কিন্তু তাকেই সব ব্যর্থতার দায় দিয়ে বিদায় জানানো কি রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদি সমাধান? ইতিহাস বলছে, পেরেজের সিদ্ধান্ত অনেক সময়ই সফল হয়েছে। তবে এবার সেই প্রশ্নের উত্তর নেতিবাচক আসবে বলেই ধারণা অনেকের।
What's Your Reaction?