আশুলিয়ায় ইটভাটা ও ব্যাটারি ফ্যাক্টরিতে লাইসেন্সবিহীন ব্যাটারি উৎপাদন করায় পৃথক অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়েরের নেতৃত্বে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার মেসার্স হালাল ব্রিকস-২, মেসার্স এসআরএম ব্রিকস ও আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কের চায়না কিনলং ইন্ডাস্ট্রি কোং লিমিটেড নামের ব্যাটারি ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের বলেন, দীর্ঘদিন ধরে শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় মেসার্স হালাল ব্রিকস-২, মেসার্স এসআরএম ব্রিকস অবৈধভাবে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন করে আসছিল।
খবর পেয়ে আজ বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৮(১) ধারা মোতাবেক মেসার্স হালাল ব্রিকস-২ কে ২ লাখ টাকা ও মেসার্স এসআরএম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কে চায়না কিনলং ইন্ডাস্ট্রি কোং লিমিটেড নামের একটি কারখানা লাইসেন্সবিহীন ব্যাটারি উৎপাদন ও মজুত করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।