আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

ঢাকার সাভারের আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ভোরে কাঁচামালবোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পিকআপের কেবিনসহ কিছু মালামাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। ভুক্তভোগী পিকআপ মালিক জানান, রাতেই মালামাল আনলোডের উদ্দেশ্যে বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কের পাশেই গাড়িটি রাখা হয়েছিল।  তিনি অভিযোগ করে জানান, হঠাৎ কয়েকজন এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা টের পাওয়ার পর সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি।  অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে বেঁচেছি। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানা গেছে। এদিকে চলমান ‘শাটডাউন’ পরিস্থিতি ঘিরে সড়কে নেই কোনো দৃশ্যমান চিত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতিও রয়েছে নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা–আরিচা ও বাইপাইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বসিয়ে কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্ট

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

ঢাকার সাভারের আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ভোরে কাঁচামালবোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পিকআপের কেবিনসহ কিছু মালামাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভুক্তভোগী পিকআপ মালিক জানান, রাতেই মালামাল আনলোডের উদ্দেশ্যে বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কের পাশেই গাড়িটি রাখা হয়েছিল। 

তিনি অভিযোগ করে জানান, হঠাৎ কয়েকজন এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা টের পাওয়ার পর সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি।  অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে বেঁচেছি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানা গেছে।

এদিকে চলমান ‘শাটডাউন’ পরিস্থিতি ঘিরে সড়কে নেই কোনো দৃশ্যমান চিত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতিও রয়েছে নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা–আরিচা ও বাইপাইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বসিয়ে কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।’

এদিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow